কলকাতা: স্কুলশিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বহিষ্কৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট প্রোমোটার অয়ন শীলকে হুগলি জেলার চুঁচুড়া থেকে গ্রেফতার করেছিল ইডি। এরপরই ধৃত অয়নকে জেরা করে ও তাঁর অফিসে তল্লাশি চালিয়ে পশ্চিমবঙ্গের (West Bengal) বিভিন্ন পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির হদিশ মেলে। ইডি তদন্তে সামনে আসে রাজ্যের পুর দফতরে নিয়োগ পর্বেও দুর্নীতির গুচ্ছ-গুচ্ছ অভিযোগ।
অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে ইডির তদন্তকারীরা জানতে পারেন তাঁর সংস্থা এবিএস ইনফোজোন-এর মাধ্যমে রাজ্যের ৬০টিরও বেশি পুরসভায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর সেই সবকটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। প্রায় ৫,০০০ প্রার্থীর চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বলে দাবি তদন্তকারীদের। পুরসভার গ্রুপ সি শুধু নয়, মজদুর বা টাইপিস্ট পদেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। সেই সব পুরসভার মধ্যে উল্লেখযোগ্য,কামারহাটি পুরসভা, হালিশর পুরসভা, পানিহাটি, উত্তর ও দক্ষিণ দমদম পুরসভা।
এরপরই এই বিষয়ে সিবিআই (CBI) তদন্তে চেয়ে আদালতে মামলা দায়ের হয়। শনিবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পুরসভায় নিয়োগ দুর্নীতির (Municipal Recruitment Scam) তদন্ত (Investigation) সিবিআইকে দিয়ে করানোর নির্দেশ দেয়। এর ফলে রাজ্যের শাসকদল আরও চাপে পড়তে পারে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। আরও পড়ুন: BSF celebrated Eid Ul Fitr with BGB: পশ্চিমবঙ্গের বিভিন্নে সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় বিএসএফের
West Bengal | Calcutta High Court directs CBI to probe alleged scam in municipal recruitments in the state.
— ANI (@ANI) April 22, 2023