বছর শেষে বড়দিনেও শীতের দেখা নেই। আগামী তিনদিন রাজ্যের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না বলে পূর্বাভাসে জানাল আবহাওয়া দপ্তর। এরফলে বছরের শেষ সপ্তাহেও জাঁকিয়ে শীত পড়বে না বলেই মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা।দক্ষিণের কয়েকটি এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে কলকাতার একাধিক জায়গাতেও। কলকাতাতেও সারা দিন আকাশ অংশত মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর।
চলতি সপ্তাহে রাজ্যের কয়েকটি জেলায় কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ হাল্কা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বড়দিনে দার্জিলিঙে হালকা বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ওই জেলায়। পাশাপাশি, সপ্তাহান্তে হালকা বৃষ্টিতে ভিজতে পারে কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহও। এ ছাড়া বাকি দিনগুলিতে উত্তরের জেলাগুলিতে শুষ্কই থাকবে আবহাওয়া।
আজ সকালে কলকাতা, হাওড়া, হুগলির বিবিন্ন এলাকায় থেকে ঝিরঝিরে বৃষ্টির খবর পাওয়া গেছে। বড়দিনের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ৩.৫ ডিগ্রি বেশি। গত কয়েক বছরের মধ্যে এটিই ‘উষ্ণতম’ বড়দিন! গত বছর এই দিনে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি। তবে শুক্রবারের পর থেকে সামান্য নামতে পারে পারদ। কিন্তু নতুন বছর আসার আগে শীতের দেখা মিলবে না বঙ্গে!