PM Modi Meets US Vice President JD Vance. (Photo Credits: X)

চিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার অঘোষিত বাণিজ্য যুদ্ধের মাঝে ভারতে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আজ সোমবার সকালে ইটালি সফর সেরে সপরিবারে দিল্লিতে নামেন ট্রাম্পের ডেপুটি ভান্স। তিন দিনের সফরের প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডিনার সারলেন ভান্স। তার আগে মোদী-ভান্সের মধ্যে বেশ কিছু বিষয়ে বৈঠক হয়। দুদেশের বাণিজ্যিক সম্পর্কে জোর, ব্যবসা বৃদ্ধি সহ বেশ কিছু বিষয়ে কথা হয় মোদী-ভান্সের। আগামিকাল, মঙ্গলবার জয়পুরে যাচ্ছেন মার্কিন উপরাষ্ট্রপতি ভান্স। এরপর বুধবার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ঊষা ভান্স-কে নিয়ে আগ্রার তাজমহল দেখতে যাবেন ট্রাম্পের ডেপুটি। বৃহস্পতিবার সকালে তিনি সপরিবারে তাঁর দেশে ফিরে যাবেন।

মোদী-ভান্স বৈঠক