Anubrata Mondal. (Photo Credits: Twitter)

কলকাতা, ২০ ডিসেম্বর: আদালতে জামিনের আবেদন করলেন না বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কৌশলগত কারণেই কেষ্টর আইনজীবী এমন করলেন কি না তা নিয়ে জল্পনা চলছে। পুরনো মামলায় নতুন করে নাম ওঠায় এই মামলায় অনুব্রতকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল দুবরাজপুর আদালত। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত দুবরাজপুর থানায় রাখা হবে অনুব্রত মণ্ডলকে।

দিল্লি আদালতের রায়ের পরই পুরনো মামলায় নতুন করে নাম অনুব্রতর। সোমবারই এফআইআর করা হয়েছে বলে দাবি পুলিসের। গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে ইডি-কে অনুমতি দিয়েছে দিল্লি আদালত। আদালতের এই নির্দেশের পরই অনুব্রতকে নিজেদের হেফাজতে নিতে উদ্য়োগী হয় পুলিস। এক তৃণমূলকর্মীকে খুনের চেষ্টার অভিযোগে অনুব্রত মণ্ডলকে হেফাজতে চায় পুলিস। আরও পড়ুন-লালন শেখের মৃত্যুর কারণের ব্যাখ্যা চেয়ে সিবিআইকে নোটিস সিআইডি

বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে গতকালই নতুন একটি এফআইআর দায়ের করে পুলিস। এদিন জানা গিয়েছিল দুবরাজপুর আদালতে কেষ্টকে হেফাজতে চাইবে পুলিস। জামিনের আবেদন করলেন না অনুব্রত।