Earthquake Representative Photo (Photo Credits: X)

কলকাতাঃ সাত সকালে কেঁপে উঠল বাংলা(West Bengal) সহ ওড়িশার (Odisha)বিস্তীর্ণ অংশ। ঘড়ির কাঁটায় ৬ টা বেজে ১০ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের পরিমাপ ৫.১। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির(National Center for Seismology) রিপোর্ট অনুযায়ী, ভূমিকম্পের উৎস স্থল বঙ্গোপসাগরের গভীরে। গভীরতা ১৯.৫২ উত্তর অক্ষাংশ, ৮৮.৫৫ পূর্ব দ্রাঘিমাংস। বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে এর এপিসেন্টার রয়েছে। শুধুমাত্র পূর্ব ভারতেই নয়, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে রয়েছে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা যাচ্ছে। কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। বঙ্গোপসাগরে ভূমিকম্পের উৎসস্থল হওয়ায় উপকূলের জেলাগুলিতে বেশি প্রভাব পড়েছে ।

সাতসকালে ফের কম্পন কলকাতায়

প্রসঙ্গত, নতুন বছরে বারেবারে ভূমিকম্পের শিকার ভারত। সোমবারই ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও হিমাচল প্রদেশের মান্ডি এলাকা। তার আগে চলতি মাসেই কম্পন অনুভূত হয় দিল্লি ও বিহারে। দেশজুড়ে একের পর এক ভূমিকম্পের ঘটনা স্বাভাবিকভাবেই ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে।

সাত সকালে দুলে উঠল কলকাতা, কম্পন অনুভূত ওড়িশা ও বাংলাদেশের বিস্তীর্ণ অংশে