Representational Image (Photo Credit: X)

দিল্লি, ২৫ ফেব্রুয়ারি: কেরলে (Kerala) ঘটে গেল ভয়াবহ ঘটনা। একদিনে পরপর ৬ জনকে খুন (Murder) করে থানায় হাজির হল এক যুবক। শুনতে অবাক লাগলেও, কেরলের তিরুবনন্তপুরমে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, তিরুবনন্তপুরমে বছর ২৩-এর এক যুবক সোমবার থানায় হাজির হয়। থানায় হাজির হয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে  দাবি করে, সে ৬ জনকে খুন করেছে। যাঁদের মধ্যে তার নিজের মা এবং প্রেমিকাও রয়েছে। সেই সঙ্গে কিশোর ভাইও রয়েছে বলে সে দাবি করে। ঘটনার বর্ণনা শুনে কার্যত অবাক হয়ে যায় পুলিশ। এরপর খোঁজ করতে নেমে পুলিশ জানতে পারে, ২৩ বছরের ওই যুবক ৬ জনকে খুন করেছে। মৃতদের মধ্যে ওই যুবকের মা, ভাই, বান্ধবী যেমন রয়েছেন তেমনি তাঁর ঠাকুমা, কাকা এবং কাকিমাও রয়েছেন। অর্থাৎ নিজের গোটা পরিবারকে হত্যা করে ওই যুবক। সেই সঙ্গে মৃতদের তালিকায় যুক্ত হয় তার বান্ধবীর নামও।।

নির্মম হত্যাকাণ্ডের পর ওই যুবক থানায় হাজির হয়ে দাবি করে, সে নিজেও বিষ খেয়েছে। ফলে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানেই ওই যুবকের চিকিৎসা চলছে বলে খবর।

কী কারণে ওই যুবক নিজের গোটা পরিবারকে খুন করে, সে বিষয়ে পুলিশ তল্লাশি শুরু করেছে। তবে একনও পর্যন্ত তিরুবনন্তপুরমের ওই গা শিরশির করা খুনের ঘটনায় পুলিশ তেমন কিছু জানতে পারেনি। তদন্ত চলছে জোর কদমে।