Najmul Hossain Shanto. (Photo Credits: FB)

রাওয়ালপিন্ডি, ২৪ ফেব্রুয়ারি: আর রাওয়ালপিন্ডিতে কিউইদের জয় মানেই টিম ইন্ডিয়াও শেষ চারে ওঠা নিশ্চিত করবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বিদায় নিশ্চিত হবে পাকিস্তানেরও। সেক্ষেত্রে গ্রুপ এ-র শেষ দুটি ম্যাচ পাকিস্তান বনাম বাংলাদেশ (বৃহস্পতিবার) ও ভারত বনাম নিউ জিল্যান্ড (রবিবার) ম্যাচ দুটি গ্রুপে কে কোথায় শেষ করবে শুধু সেটুকুই স্থির করবে।

প্রসঙ্গত, চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান তাদের প্রথম দুটি ম্য়াচেই পরাস্ত হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ হেরেছে ভারতের কাছে। তবে কিউইদের ২৩৭-র মধ্যে আটকে রেখে বাংলাদেশ এদিন দুবাইতে জিতে গেল গ্রুপ বি-র শেষ চারের লড়াই জমতে পারে।

২৩৬ রান করল বাংলাদেশ

সোমবার রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করল ৯ উইকেটে ২৩৬ রান। একটা সময় ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকে জাকার আলি (৪৫), রিশাদ হোসেন (২৬)-রা ভাল লড়াই করে দলের রানকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারের কেউ দাঁড়াতেই পারেননি। ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো তোহাইদ হৃদয় এদিন মাত্র ৭ রানে আউট হন। মুশফিকুর রহিম (২), মেহমদুল্লা (৪)-র মত সিনিয়র তারকা ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন। দারুণ বল করেন কিউই স্পিনার মিচেল ব্রেসওয়েল। ব্রেসওয়েল ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন।