New Zealand Beats Bangladesh. (Photo Credits: X)

রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হারে গ্রুপ এ-র সেমিফাইনালের লড়াই শেষ হয়ে গেল। রচীন রবীন্দ্র-র দুরন্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশকে ৫ উইকেটে হারাল নিউ জিল্যান্ড। ২৩৬ রান তাড়া করতে নেমে রবীন্দ্র ১১২ রানের সৌজন্যে ২৩ বল বাকি থাকতে জয় ছিনিয়ে নিল কিউইরা। টানা দুটো ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের হারের ফলে গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠল ভারত ও নিউ জিল্যান্ড। একই সঙ্গে বিদায় নিল পাকিস্তান ও বাংলাদেশ। টানা তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে উঠল ভারত।

কীভাবে জিতল নিউ জিল্যান্ড

এদিন রান তাড়া করতে নেমে ১৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল কিউই-রা। ইনিংসের প্রথম ওভারেই কিউই ওপেনার উইল ইয়ংকে (০)-কে দুরন্ত ডেলিভারিতে বোল্ড করে দেন বাংবাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। এরপর কেন উইলিয়ামসনকে আউট করে বাংলাদেশের পালে হাওয়া দেন নাহিদ রানা। কিছুক্ষণ পর ডেভন কনওয়ে (৩০)কে বোল্ড করে পদ্মপাড়ের দেশকে আশা জোগান মুস্তাফিজুর রহমান। কিন্তু সেখানেই শেষ। চতুর্থ উইকেটে রচীন রবীন্দ্র আর টম লাথাম এমন পার্টনারশিপ করলেই তাতে বাংলাদেশের ছুটি নিশ্চিত হয়ে গেল। ৩ উইকেটে ৭২ থেকে শুরু করে রবীন্দ্র-লাথাম ১২৬ রানের পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিত করেন। বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স ট্রপির অভিষেক ম্যাচেও সেঞ্চুরি করে নজির গড়লেন রবীন্দ্র। লাথাম ৭২ রানে আউট হন। শেষের দিকে গ্লেন ফিল্পিস (২১) ও মিচেল ব্রেসওয়েল (১১) দলকে জিতিয়ে আনেন।

বৃথা গেল শান্ত-র দুরন্ত ইনিংস

সোমবার রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করল ৯ উইকেটে ২৩৬ রান। একটা সময় ১১৮ রানে ৫ উইকেট হারিয়ে বেশ চাপে ছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকে জাকার আলি (৪৫), রিশাদ হোসেন (২৬)-রা ভাল লড়াই করে দলের রানকে কিছুটা ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৭৭ রানের দুরন্ত ইনিংস খেলেন। তবে মিডল অর্ডারের কেউ দাঁড়াতেই পারেননি।

নিউ জিল্যান্ডের দুরন্ত জয়

ব্রেসওয়েলের চার উইকেট

ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানো তোহাইদ হৃদয় এদিন মাত্র ৭ রানে আউট হন। মুশফিকুর রহিম (২), মেহমদুল্লা (৪)-র মত সিনিয়র তারকা ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন। দারুণ বল করেন কিউই স্পিনার মিচেল ব্রেসওয়েল। ব্রেসওয়েল ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন।

শেষ ম্যাচ

আগামী রবিবার দুবাইয়ে ভারত-নিউ জিল্যান্ড ম্যাচে ঠিক হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কারা সেমিফাইনালে খেলবে। সেখানে বৃহস্পতিবার পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে পরাজিত দল গ্রপের শেষে থাকবে।