রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। রাজ্যের হাসপাতালগুলোর অবস্থা, রাজ্যে স্বাস্থ্যে সরকারি সাফল্যের খতিয়ান, সমস্যার, তার সমাধান সবই নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। কলকাতার ধনধান্যে অডিটোরিয়ামে State Level Grievance Redressal Committee, “চিকিৎসার আরেক নাম সেবা” নামে ডাক্তারদের এই কনভেনশনের আয়োজন করেছে। ওই কনভেনশনে যোগ দেওয়ার জন্য বিভিন্ন মেডিক্যাল অফিসার, রেসিডেন্ট ডাক্তার, ডাক্তারি পড়ুয়া, চিকিত্সক শিক্ষকদের উপস্থিত থাকতে স্বাস্থ্য দপ্তর থেকে সব জেলার CMOH, বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, ডিরেক্টরদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আজকের এই বৈঠকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ও সংস্কারের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপের কথা ঘোষণা হতে পারে বলে চিকিৎসকদের ৫ টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও অভয়া মঞ্চ আশা প্রকাশ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে জেপিডি (Joint Platform of Doctors) ও অভয়া মঞ্চের পক্ষে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস এর সম্পাদক ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় এই আশা প্রকাশ করেন। তিনি বলেন, গত ৯ আগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে “অভয়া”র নৃশংস হত্যাকান্ড রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বহু গুরুতর ফাটল বেআব্রু করেছে। অভয়ার ঘটনার পরে অভাব অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্য স্তরে অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠিত হয়, সেই কমিটির তরফে বিভিন্ন মেডিক্যাল কলেজে ডাক্তারদের সঙ্গে কথাও বলা হয়। তারা দুর্নীতি ও থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিভিন্ন আশ্বাস দিলেও ফলপ্রসূ কিছু হয়নি বলে তাঁর অভিযোগ।
রাজ্য গ্রিভান্স সেলের সদস্য যোগিরাজ রায় বলেন, “বিভিন্ন জায়গা ঘুরে আমরা যে তথ্য পেয়েছি, তার সামারাইজ করে পাঠানো হয়েছিল। সেগুলোর বিষয়েই আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। শিক্ষক চিকিৎসক, ছাত্র, সার্ভিস ডক্টরস সকলেই আমন্ত্রণ জানানো হয়েছে। মোটামুটি আড়াই থেকে তিন হাজার সদস্য আজ থাকবেন।”