Katrina Kaif In Maha Kumbh (Photo Credit: X)

মহাকুম্ভ (Maha Kumbh 2025) প্রায় শেষের পথে। ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই মহামেলা। মহাকুম্ভে শেষের আগে এবার সেখানে হাজির হলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। শাশুড়িকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভে হাডির হন ক্যাটরিনা। প্রয়াগরাজে হাজির হয়ে পরমার্থ  নিকেতন আশ্রমে যান অভিনেত্রী। পরমার্থ  নিকেতন আশ্রমে গিয়ে সেখানকার সভাপতি চিদানন্দ সরস্বতীর সঙ্গেও ক্যাটরিনা সাক্ষাৎ করেন। শাশুড়িকে নিয়ে যখন মহাকুম্ভে হাজির হন ক্যাটরিনা, সেই সময় সেই ভিডিয়ো এবং ছবি হু হু করে বাইরাল হয়ে যায়। পাশাপাশি ক্যাটরিনা কাইফকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি মুখ খোলেন। অভিনেত্রী বলেন, মহাকুম্ভে হাজির হতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছেন। চিদানন্দ সরস্বতীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। স্বামীজি তাঁকে আশীর্বাদ করেছেন বলেও জানান বলিউড (Bolllywood) অভিনেত্রী। পাশাপাশি মহাকুম্ভে হাজির হয়ে গোটা দিন পরমার্থ  নিকেতন আশ্রমে কাটাতে চান বলেও জানান অভিনেত্রী।

আরও পড়ুন: Katrina Kaif Is In Maha Kumbh 2025: মহাকুম্ভে ক্যাটরিনা কাইফ, প্রয়াগরাজে হাজির হয়ে সোজা পরমার্থ নিকেতন আশ্রমে বলিউড অভিনেত্রী

মহাকুম্ভে হাজির হয়ে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করেন, জানান ক্যাটরিনা...