Hardik Pandya Magic (Photo Credit: Mufaddal Vohra/ X)

রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে দারুণ বল করলেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। বাবর আজম ও সৌদ শাকিলের উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে দারুণ জায়গায় নিয়ে গিয়েছিলেন হার্দিক। এই ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে চার হাজার রান ও ২০০টি উইকেট নেওয়ার নজির গড়েন হার্দিক। তবে উইকেট, নজির ছাপিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় পাক ম্যাচে হার্দিক পান্ডিয়ার ঘড়ি নিয়ে আলোচনা।

গতকাল, রবিবার দুবাইয়ে পাক তারকা বাবর আজমের উইকেট নেওয়ার পর খুশিতে সতীর্থদের সঙ্গে আনন্দে মাতেন গুজরাটের তারকা অলরাউন্ডার। সেই সময়ই পরিষ্কার দেখা যায় হার্দিকের হাতের ঘড়ি। ইন্টারনেটের যুগে একটা ছবি থেকেই কারও বা কোনও জিনিসের ঠিকুজি-কুষ্টি বের করা যায়। আর সেভাবে সামনে আসে, আইিপএলে মুকেশ আম্বানির দলের অধিনায়ক হার্দিকের হাতের ঘড়িটার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি টাকা।

দেখুন হার্দিকের নজরকাড়া ঘড়ি

 

সুইজারল্যান্ডের দুর্মূল্য ঘড়ি প্রস্তুতকারী সংস্থা রিচার্ড মিলের বিশেষ মডেল আরএম ২৭-০২ (Richard Mille RM 27-02) ঘড়ি পরেই কোর্ট মাতিয়েছেন টেনিস মহাতারকা রাফায়েল নাদাল। কাটিং এজ পদ্ধতিতে তৈরি এই মডেলের ঘড়ি বিশ্বের বেশ কিছু ধনকুবেরের হাতে দেখা যায়।