Ranveer Allahbadia, Ashish Chanchlani Reach Cyber ​​Cell to Record Statements (Photo Credits: ANI)

মুম্বই, ২৪ ফেব্রুয়ারিঃ 'ইন্ডিয়াস গট লেটেন্ট' (India’s Got Latent) বিতর্ক মামলায় মহারাষ্ট্র সাইবার সেলের দফতরে হাজিরা দিলেন আশীষ চঞ্চলানি (Ashish Chanchlani) এবং রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)।

আজ সোমবার দুই ইউটিবার পৌঁছে গিয়েছিলেন নভি মুম্বইয়ের সাইবার সেলের অফিসে। আশীষ এবং রণবীর উভয়ের বক্তব্যই রেকর্ড করেছেন আধিকারিকেরা। একটি মাত্র এপিসোড যার জেরে বন্ধ হয়ে গিয়েছে কৌতুকশিল্পী সময় রায়নার (Samay Raina) ইউটিউব শো ইন্ডিয়াস গট লেটেন্ট। অনুষ্ঠানে অতিথি হয়ে এসে বাবা-মায়ের যৌন সম্পর্ক নিয়ে অশালীন মন্তব্য করেন রণবীর। যা ঘিরে দেশজুড়ে ছিছিক্কার কাণ্ড বাঁধে। শো'য়ের সমস্ত এপিসোড মুছে ফেলা এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই চ্যানেলের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় রাখার নির্দেশ দিয়েছে সাইবার সেল আধিকারিকেরা। শুধু তাই নয়, বিতর্কিত কমেডি শো'য়ের শিল্পী, প্রযোজক এবং ইনফ্লুয়েনসার-সহ মোট ৪২ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে মুম্বই সাইবার সেলের দফতরে তলব জানানো হয়।

মহারাষ্ট্র সাইবার সেলের অফিসে রণবীর এবং আশীষঃ

বয়ান রেকর্ড করিয়ে বেরলেন আশীষ

বিতর্কিত শোয়ের সঙ্গে যুক্ত অনেকের বয়ানই ইতিমধ্যে রেকর্ড করেছে মুম্বই সাইবার সেল। তবে সময় এখনও হাজিরা দেননি। এই মুহূর্তে দেশে নেই কৌতুক শিল্পী। বিদেশে কমেডি জারি রেখেছেন তিনি।