Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 09, 2025
সর্বশেষ গল্প
4 hours ago

West Bengal Assembly Elections: ফিরে দেখা ২০১১ ও ২০১৬ সালের বিধানসভা নির্বাচন

Videos Sarmita Bhattacharjee | Mar 04, 2021 01:32 PM IST
A+
A-

২৬ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে (West Bengal Assembly Election 2021) ৮ দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোট ২৭ মার্চ। শেষ দফার ভোট ২৬ এপ্রিল। অন্য বিরোধীরা থাকলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচন হবে শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম বিজেপি। একদিকে তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল। অন্যদিকে প্রথমবার রাজ্যে সরকার গড়তে সব শক্তি দিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। দেখে নেওয়া যাক, বিগত দুটি বিধানসভা ভোটের ফলাফল। আজ এখানে আমরা ফিরে দেখব ২০১১ ও ২০১৬ সালে হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। ২০১১ বিধানসভা নির্বাচন ছিল পরিবর্তনের। ওই নির্বাচনেই মাধ্যমেই পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটেছিল। সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। মোট ৬ দফায় হয়েছিল ২০১১ সালে। সেবার ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছিল ১৮ এপ্রিল থেকে। শেষ দফার ভোটগ্রহণ হয়েছিল ১০ মে। ১৩ মে ফলাফল ঘোষণা হয়। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বামেদের সরিয়ে বিধানসভায় ক্ষমতা দখল করে তৃণমূল। ২০১১ বিধানসভা নির্বাচনে জোট করে বামেদের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস ও তৃণমূল। অন্যদিকে, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোটও ভোটের লড়াইয়ে নেমেছিল আলাদা করে।

RELATED VIDEOS