Summer Season (Photo Credit: Pixabay)

কলকাতা, ৩ জুন: বৃষ্টির দেখা নেই বাংলায় (West Bengal Weather)। ক্রমশ বাড়ছে গরম। তীব্র দাবদাহে কার্যত ত্রাহি ত্রাহি অবস্থা বঙ্গবাসীর। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং কলকাতায়। বৃষ্টির দেখা না মেলায় দক্ষিণবঙ্গ (South Bengal), কলকাতা (Kolkata) এবং পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে দক্ষিণবঙ্গে যেমন তাপ বাড়ছে, তেমনি কলকাতা এবং পশ্চিম মেদিনীপুরেও তীব্র গরম পড়েছে। ফলে মানুষ গরমে পুড়তে শুরু করেছেন। প্রচণ্ড গরমের সঙ্গে রয়েছে আর্দ্রতা। ফলে গরমে মানুষের ভোগান্তির সঙ্গে, আর্দ্রতায়ও হাসফাঁস শুরু হয়েছে। এই পরিস্থিতি ঠিক কতদিন চলবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য মেলেনি। তবে বৃষ্টির (Rain) দেখা না পাওয়া পর্যন্ত প্রচণ্ড গরমের সঙ্গে আর্দ্রতা বঙ্গবাসীর সঙ্গ ছাড়বে না বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গ এবং কলকাতায় বৃষ্টি আসার কোনও সম্ভাবনা এখন নেই। ফলে তীব্র গরমেই পুড়তে হবে মানুষকে। এমন ইঙ্গিত মিলছে। উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। সিকিমে যখন জোর কদমে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং তার জেরে ধ্বস নামছে, সেই সময় উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, দক্ষিণবঙ্গে তীব্র তাপপ্রাবহ চলবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন: Weather Forecast Of Bengal: দক্ষিণবঙ্গে বর্ষা আসতে এখনও দেরি, বজায় থাকবে তীব্র গরম ও অস্বস্তি জানাল আবহাওয়া দফতর

বঙ্গে যখন তীব্র তাপপ্রবাহ চলছে, সেই সময় উত্তরপূর্বের রাজ্যগুলিতে জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে অসম, মেঘালয়, মিজ়োরাম, সিকিমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরপূর্বের রাজ্যগুলিতে যেমন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তেমনি পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া (IMD) দফতর। বৃষ্টির আবহাওয়া যেমন চলবে, তেমনি বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়ে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা।