উত্তরবঙ্গে এবার সময়ের আগেই বর্ষার আগমন। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, তিস্তার জল বেড়ে ভেসে যাচ্ছে সিকিম।তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও বেশ কিছু দিন দেরি হবে। কমপক্ষে আরও দিন দশেক সময় লাগতে পারে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজায় থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। প্রয়োজন না থাকলে দুপুরের দিকে বাইরে বেরনো এড়িয়ে যাওয়ার পরামর্শও দিয়েছে তারা। এই গরমে বাইরে থাকলে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকবে। যদিও দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, গুমোট গরম বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, পূর্ব বিহার এবং আশপাশের অ়ঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে দেড় কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এ ছাড়া পূর্ব উত্তরপ্রদেশ থেকে উত্তরপূর্ব অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এটি মধ্যে বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমের উপর দিয়ে গিয়েছে। এই অক্ষরেখাটিও সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে রয়েছে। তার সঙ্গে ভূপৃষ্ঠের কাছাকাছি শুষ্ক পশ্চিমাবায়ুও আসছে। এগুলির জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনে আবহাওয়া শুষ্ক এবং রাতে আর্দ্র থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি।