
Covid Cases India: দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona Virus)-য় আক্রান্তের সংখ্য়া। দেশে এখন সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্য়া ৬ হাজার ১৩৩। গত ২২ মে দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ছিল ২৫৭ জন। আর এখন সেটা বেড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত কয়েকদিনে দেশে কোভিডের গ্রাফ ঊধ্বর্গামী। দেশের মধ্য়ে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত কেরলে। দক্ষিণের এই রাজ্যে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্য়া এখন ১ হাজার ৯৫০ জন। কোভিড আক্রান্তের সংখ্যার বিচারে দেশের মধ্যে আশঙ্কার প্রথম তিনটি স্থানের মধ্যে ঢুকে পড়েছে বাংলা। পশ্চিম বাঙলায় এখন সক্রিয় বা অ্যাক্টিভ কোভিড আক্রান্তের সংখ্য়া ৬৯৩ জন। সক্রিয় কেসের বিচারে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে আছে গুজরাট (৮২২ জন)। বাংলার পিছনেই আছে দিল্লি (৬৮৬), মহারাষ্ট্র (৫৯৫) ও কর্ণাটক (৩৬৬)
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে বলছে, বাংলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্য়া গত ২৪ ঘণ্টায় বেড়েছে ৭১ জন। দৈনিক নয়া আক্রান্তের সংখ্য়ার বিচারেও কেরল (১৪৪ জন) সবার আগে। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। গত একদিনে করোনার কারণে ৬ জন মারা গিয়েছেন। চলতি বছর ভারতে করোনার কারণে মোট ৬৫ জন মারা গিয়েছেন।
দেখুন দেশে কোথায় কতজন কোভিড আক্রান্ত
Where are Covid cases rising in India? 🦠
According to Health Ministry data, Kerala continues to report the highest number of active Covid cases at 1,950, followed by Gujarat (822), Delhi (686), West Bengal (693), Maharashtra (595), and Karnataka (366).
Kerala also recorded the… pic.twitter.com/JnYNRlr4Lc
— The Indian Express (@IndianExpress) June 8, 2025
দেশের যে রাজ্যগুলিতে করোনা সংক্রমণ বাড়ছে সেগুলি হল: রাজস্থান (+২৪), হরিয়ানা (+১৫), অন্ধ্রপ্রদেশ (+১৪), উত্তর প্রদেশ (+১১) ও তামিলনাড়ু (+১০)। একমাত্র কর্ণাটকে গত ২৪ ঘণ্টায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া কমেছে (-৭৮)। ঝাড়খণ্ড, চণ্ডিগড়, হিমাচল প্রদেশ, ত্রিপুরা, জম্মু-কাশ্মীরেও ঢুকে পড়েছে করোনা। এরই মধ্যে আশার কথা হল, গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ফিরেছেন ৭৫৩ জন।