Shot Dead (Photo Credits: Pixabay)

সামশেরগঞ্জ, ১৫ জুনঃ ফের উত্তপ্ত মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ। তবে এবার সীমান্তরক্ষী বাহিনীর শিবিরের অন্দরে। কর্তব্যরত অবস্থায় এক বিএসএফ (BSF) জওয়ানকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠল তাঁরই এক সহ কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত জওয়ানকে ইতিমধ্যেই আটক করেছে রাজ্য পুলিশ। তাঁর রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে।

শনিবার রাতে সামশেরগঞ্জ ব্লকের ধুলিয়ানের পাহাড়ঘাটি এলাকায় ঘটনাটি ঘটেছে। নিজেদের মধ্যে ঝামেলার মাঝে আচমকাই রাইফেল বের করে সহকর্মীকে পরপর কয়েক রাউন্ড গুলি করেন অভিযুক্ত জওয়ান এস কে মিশ্র। ১৩ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন রতন সিংহ। তাঁকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু প্রাণে বাঁচানো যায়নি।

সহকর্মীর গুলিতে মৃত্যু জওয়ানের

মুর্শিদাবাদে সাম্প্রতিক উত্তেজনা পরিস্থিতি, গোষ্ঠী দ্বন্দ্বের জেরে সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্যে এলাকায় মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের। সেই জওয়ানদের মধ্যেই এবার বাঁধল বচসা। এক জওয়ানের গুলিতে মৃত্যু হল অপর জওয়ানের। কী কারণে গুলি চালানো হয়েছে? সেই তদন্ত করছে পুলিশ এবং বিএসএফ। তবে প্রাথমিক অনুমান, কোন ব্যক্তিগত কারণে বচসায় জড়িয়ে পড়েন রতন এবং এস কে। যার পরিণতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযুক্ত জওয়ান এস কে মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।