Abhishek Banerjee and Mamata Banerjee (Photo Credits: X)

বাংলায় টানা ১৪ বছর ধরে ক্ষমতায় মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। দেশজুড়ে বিজেপি হাতে গোণা যে দু-একজনকে এখনও হারাতে পারেনি তাদের মধ্যে মমতাই সবচেয়ে বেশি উজ্জ্বল। ২০২৬ বঙ্গ বিধানসভা ভোটের আগে পালে হাওয়াও আছে তৃণমূলের (TMC) দিকেই। বাংলায় বড় শক্তি এহেন দিদি বাইরের রাজ্যে অনেক চেষ্টা করেও তেমন সফল হননি। কংগ্রেস, বিজেপি ছাড়া গোটা দেশের প্রায় কোনও দলই আঞ্চলিক গণ্ডি বাইরে বের হতে পারেনি। মমতাও সেই পথেই রয়েছেন। একটা সময় জাতীয় দলের তকমা পেলেও সেটা হারিয়ে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল এখন শুধুই আঞ্চলিক দল। তবে এবার বাংলা, মেঘালয়ের বাইরে দেশের আরও একটি রাজ্যের বিধানসভায় থাকা খোলার স্বপ্ন দেখছে জোড়াফুল শিবির। নীলাম্বুরের পদত্যাগী বিধায়ক পিভি আনওয়ার আসন্ন উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন। রাজ্যের শাসক বাম দলের জোট এলডিএফ ছেড়ে গতবার দুবারের জয়ী ৫৮ বছর বয়সী বিধায়ক আনওয়ার এবার জোড়া ফুল চিহ্নে লড়বেন নীলাম্বুর বিধানসভা উপনির্বাচনে। আনওয়ারের পরিবার কংগ্রেসের সমর্থক। অল্প বয়সে কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন। ২০১৪ লোকসভায় ওয়ানাড কেন্দ্র থেকে নির্দল হয়ে লড়ে হেরেছিলেন। ২০১৬ সালে কংগ্রেস ছেড়ে বাম শিবিরে নাম লিখিয়েছিলেন আনওয়ার।

গত বিধানসভা ভোটে বাম প্রার্থী হয়ে আনওয়ার জিতেছিলেন আড়াই হাজার ভোটে

আগামী ১৯ জুন নদিয়ার কালীগঞ্জের মত তৃণমূলের কর্মী-সমর্থকদের নজর থাকবে কেরলের নীলাম্বুর আসনের দিকেও। ফলপ্রকাশ ২৩ জুন। ২০২১ কেরল বিধানসভা নির্বাচনে নীলাম্বুর কেন্দ্রে এলডিএফ-এর প্রার্থী হয়ে প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে কংগ্রেসের ভিভি প্রকাশকে হারিয়েছিলেন পিভি আনওয়ার। বিজেপি প্রার্থীর সেখানে মাত্র সাড়ে আট হাজার ভোট পেয়ে জামানত জব্দ হয়েছিল। মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সচিবের সঙ্গে বিবাদের জেরে বাম শিবির ছেড়ে গত বছর কেরল গণতান্ত্রিক আন্দোলন দলে যোগ দিয়েছিলেন। কিন্তু সেসব ছেড়ে সম্প্রতি তৃণমূলে যোগ দেন তিনি। এবং এরপর বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। আনওয়ারের পদত্যাগের কারণেই উপনির্বাচন হচ্ছে। এখন প্রশ্ন আনওয়ারের হাত থেকে ভগবানের আপন দেশে কি খাতা খুলতে পারবে তৃণমূল?

আনওয়ারের নির্বাচনী রেকর্ড

২০১৬ বিধানসভা ভোটে বাম প্রার্থী হয়ে সাড়ে ১১ হাজার ভোটে জিতেছিলেন। সেটাই ছিল তাঁর প্রথম নির্বাচনী যুদ্ধে জয়। ২০১৪ লোকসভা ভোটে ওয়ানাডে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে ৪ শতাংশ ভোট পেয়েছিলেন আনওয়ার।

আনওয়ারের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী সিনেমা জগতের সঙ্গে জড়িত

বাম গড়ে দিদির দলের প্রার্থী আনওয়ার কিন্তু আত্মবিশ্বাসী। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে মালায়লাম চলচ্চিত্রের লেখক আরিয়াদান শৌকাথকে। বামেদের সিপিআইএম প্রার্থী সেখানে প্রাক্তন বিধায়ক এম স্বরাজ। গতবার জামানত জব্দ হওয়ায় বিজেপি প্রার্থী নাও দিতে পারে। বিশেষজ্ঞমহলের ধরাণা কংগ্রেসের সঙ্গে সরাসরি লড়াই হতে পারে আনওয়ারের। দুবারের বিধায়ক আনওয়ারের ব্যক্তিগত প্রভাব এখানে অনেকটা। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সেখানে গিয়ে আনওয়ারের হয়ে প্রচার করেন কি না সেটাই দেখার।

কেরলে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী পিভি আনওয়ার

গোয়া, অসম, ত্রিপুরায় সাফল্য পায়নি তৃণমূল

যদিও গোয়া, অসম, ত্রিপুরায় কম চেষ্টা করেনি তৃণমূল। বাংলার বাইরে মেঘালয়ে পাঁচজন বিধায়ক আছে তৃণমূলের। কিন্তু গোয়া, অসম, ত্রিপুরায় একেবারে ভরাডুবি হয়েছে দিদির দলের। যদিও অখিলেশ যাদবের হাত ধরে গত বছর লোকসভায় উত্তর প্রদেশে একটা লোকসভা আসন জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল তৃণমূল। ইউপি-র ভাদোহি লোকসভা কেন্দ্রে গত বছর ৪ লক্ষ ১৫ হাজার ভোট পেয়ে দ্বিতীয় হয়ে তুলনায় অল্প ব্যবধানে হেরেছিলেন তৃণমূলের ললিতেশ ত্রিপাঠি।