Covid 19, Representational Image (Photo Credit: X)

দিল্লি, ৩ জুন: ক্রমশ বাড়ছে করোনা (COVID 19)। এবার দেশে কোভিড (COVID 19 In India) আক্রান্তের সংখ্যা ৪ হাজারের ঘরে পৌঁছে গেল। মাত্র ৩ দিনের মধ্যে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজারের ঘরে পৌঁছে গিয়েছে বলে খবর। যার মধ্যে প্রথমেই রয়েছে কেরল। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। কেরলের পাশাপাশি রয়েছে মহারাষ্ট্র এবং গুজরাট। দেশের এই তিন রাজ্যে করোনা আক্রান্তদের যে সংখ্যা, তা সব মিলিয়ে ৪ হাজারের ঘরে পৌঁছেছে বলে কেন্দ্রের তরফে খবর মিলছে।

মঙ্গলবার কেন্দ্রের তরফে যে রিপোর্ট মিলেছে তাতে দেখা যায়, কেরলে (Kerala) করোনা আক্রান্তের সংখ্যা ১৪,১৬। মহারাষ্ট্রে (Maharashtra) তা ৪৯৪ এবং গুজরাটে (Gujarat) আক্রান্তের সংখ্যা ৩৯৭। গত ২৪ ঘণ্টায় ভারতের এই ৩ রাজ্যে হু হু কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে যায় বলে খবর। এই ৩ রাজ্যের পাশাপাশি দিল্লি (Delhi), পশ্চিমবঙ্গ (West Bengal), কর্ণাটক (Karnataka), তামিলনাড়ু (Tamil Nadu) এবং উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) করোনা আক্রান্তের সংখ্যা একটু করে বাড়ছে বলে খবর।

আরও পড়ুন: Covid-19 Death in Kolkata: কলকাতায় কোভিড আক্রান্ত মহিলার মৃত্যু, বাড়ছে উদ্বেগ

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে গোটা দেশে ৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। যার মধ্যে একজন বাংলার। কলকাতায় করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

বর্তনমানে এশিয়ার বেশ কয়েকটি দেশে ছড়িয়েছে কোভিড। হংকং থেকে চিন কিংবা থাইল্যান্ড, সিঙ্গাপুরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোভিডের যে প্রজাতির দেখা চিনে মিলেছে, তা মার্কিন মুলুকেও দেখা গিয়েছে বলে খবর। ফলে মার্কিন মুলুকের একাধিক প্রদেশে করোনায় আক্রান্তদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও সম্প্রতি মেলে খবর।