
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে কারচুপি হয়েছে। ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢুকিয়ে ম্যাচ ফিক্স করেছে বিজেপি। সম্প্রতি এমনই অভিযোগ তুলেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই সঙ্গে তিনি আশঙ্কা করেছেন যে আগামী দিনে বিহারেও একইভাবে নির্বাচনে জয় পাবে বিজেপি। তাঁর এই মন্তব্য নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এদিকে এই অভিযোগ নিয়ে বিজেপির পাল্টা দাবি, বিরোধীরা যেখানে যেতে সেখানে কোনও কারচুপি হয় না, সেখানে সুষ্ঠুভাবে নির্বাচন হয়। কিন্তু যেসব জায়গায় বিজেপি জেতে সেখানেই কারচুপি হচ্ছে, এই দাবি একেবারেই অযৌক্তিক।
রাহুলের মন্তব্যের কটাক্ষ করলেন সুকান্ত
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, “ছোটবেলায় ক্রিকেট খেলতে গিয়ে দেখতাম অনেকের মাঠে নেমে আউট হয়ে যেত। এরা খেলতে পারত না, কিন্তু কখনও পিচের দোষ দিত, কখনও আম্পায়ার ফিক্স বলে অভিযোগ করত। আসলে কথাই আছে নাচ না জানলে উঠোন বাঁকা। তেমনই অবস্থা হয়েছে রাহুল গান্ধীর। বিরোধীরা যেখানেই জিততে পারে না, সেখানেই নির্বাচনে কারচুপি বা ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ করেন”।
দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | On Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi's tweet on Maharashtra and Bihar elections, Union Minister Sukanta Majumdar says, "The problem with our opposition is that wherever they win, they say EVMs are right, and where they lose, they say EVMs… pic.twitter.com/RzzNdAMDpK
— ANI (@ANI) June 7, 2025
রাহুল গান্ধীকে বাংলায় আসার পরামর্শ দিলেন সুকান্ত মজুমদার
সুকান্ত আরও বলেন, “এই অভিযোগ তো তিনি ঝাড়খণ্ড, পঞ্জাব, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোলেন না। কারণ এখানে বিরোধীরা রয়েছে। আমি রাহুল গান্ধীকে অনুরোধ করব নির্বাচনের আগে অন্তত প্রচারের জন্যও একবার বাংলায় আসুন। এখানে এসে দেখুন গণতন্ত্র কাকে বলে। বাংলার মানুষদের প্রতি তো ওনার কোনও নজর নেই, তাই এখানে এসে কোনও সভা করার অভিপ্রায় নেই। এখানে এসে উনি দেখুক যে নির্বাচন কেমনভাবে হয়”।