Close
Advertisement
 
রবিবার, জানুয়ারী 19, 2025
সর্বশেষ গল্প
9 minutes ago

West Bengal Assembly Elections 2021: লক্ষ্য ২১-র নির্বাচন, SC, ST, OBC-দের উন্নয়নে তৈরি পৃথক সেল

Videos Sarmita Bhattacharjee | Jan 27, 2021 03:05 PM IST
A+
A-

সামনেই বিধানসভা নির্বাচন। ক্ষমতা ধরে রাখতে হলে ভোটের আগের মুহূর্ত পর্যন্ত উন্নয়নকেই পাখির চোখ করেছে রাজ্যের তৃণমূল সরকার। সেইজন্য মুখ্যমন্ত্রীর “দুয়ারে সরকার” প্রকল্প হু হু করে চলছে। হাজারো সমস্যা সমাধানে আসছে আমজনতা। বিরোধী বিজেপি প্রতিদিন একটু একটু করে শক্তি বাড়িয়ে চলেছে। দাপুটে তৃণমূল নেতারা রাতারাতি দলবদলে গেরুয়া শিবিরে ভিড়ছেন। এই পরিস্থিতিতে একা কুম্ভের মতো দলকে টেনে নিয়ে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের গেরুয়াকরণ রুখতে এখন উন্নয়নেই ভরসা রাখছেন তিনি। মা মাটি মানুষের সরকারকে জেতাতে জনকল্যাণকে পাখির চোখ করেছেন। তফশিলি জাতি ও উপজাতিদের কাছে উন্নয়নের সুযোগ সুবিধা পৌঁছে দিতে পৃথক সেল গঠন করা হয়েছে। খুব শিগগির OBC সেলও তৈরি হবে।

RELATED VIDEOS