Close
Advertisement
 
মঙ্গলবার, ডিসেম্বর 17, 2024
সর্বশেষ গল্প
1 minute ago

Virat Kohli & Anushka Sharma Blessed With Daughter: অনুষ্কা-বিরাটের ঘর আলো করে এল কন্যাসন্তান

খেলা Sarmita Bhattacharjee | Jan 13, 2021 05:27 PM IST
A+
A-

প্রতীক্ষার অবসান! অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির (Virat Kohli) ঘর আলো করে জন্ম নিল কন্যাসন্তান। সোমবার, ১১ জানুয়ারি কন্যাসন্তানের জন্মদিলেন মা অনুষ্কা (Anushka Sharma)। সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে এই খুশির খবর শেয়ার করে নিলেন বিরাট কোহলি। মেয়ে এবং মা দু'জনেই একেবারে সুস্থ রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান কোহলি সেই কথা। কোহলি বলেন, "আমরা ভীষণই উচ্ছ্বসিত। এত ভালবাসা, প্রার্থনা করার জন্য আপনাদের সকলের প্রতি আমাদের তরফে অনেক ভালবাসা রইল। আমাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে।" পাশাপাশি তিনি আরও জানান, অনুষ্কা এবং মেয়ে দু'জনেই একদম সুস্থ রয়েছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে শুভেচ্ছাবার্তায়। তবে জীবনের এই সুন্দর মুহূর্তে ব্যক্তিগত জীবনের জন্য বেশ কিছুটা সময় চেয়ে নিলেন কোহলি। ভারতীয় ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই ছুটি নিয়ে দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলি। এরপর বেশ কিছু বিতর্কেও জড়িয়ে গিয়েছিলেন বিরাট। কিন্তু সেই সমস্ত কিছু উপেক্ষা করেই অনুষ্কার সঙ্গে জীবনের এই সুন্দর সময়টা ভাগ করে নিয়েছিলেন কোহলি।

RELATED VIDEOS