Virat Kohli in tears. (Photo Credits:X)

RCB IPL 2025 Champion: ১৮ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অধিনায়ক রজত পাতিদারের হাত ধরে এই প্রথম আইপিএল ট্রফি জিতল বেঙ্গালরু। ফাইনালে পঞ্জাব কিংসে ৬ রানে হারিয়ে  অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যতই ভাল দল গড়, যতই খরচ করো, যত বড় ভক্তকূলই থাকুক, বেঙ্গালুরু কখনও আইপিএল জিততে পারবে না। গত কয়েক বছর ধরে বিরাট কোহলির বেঙ্গালুরুকে বারবার একই কটাক্ষ শুনতে হয়। মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে পঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে আইপিএল জেতার স্বপ্নপূরণ হল বিরাট কোহলির।

কোহলির স্বপ্নপূরণ

দুটো ফর্ম্য়াটে বিশ্বকাপ, চ্য়াম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতলেও কখনও আইপিএল না জেতার আক্ষেপটা মিটল কোহলির। ১৮টা বছর ধরে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলে অবশেষে আইপিএলের ট্রফি হাতে তুললেন কোহলি। অন্যদিকে, আরও একবার ফাইনালে হেরে প্রীতি জিন্টার প্রথমবার আইপিএল জেতার স্বপ্নটা আরও দীর্ঘ হচ্ছে। টানা দুটো আইপিএলে আলাদা দুটো ফ্র্য়াঞ্চাইজিকে নেতৃত্ব দিয়ে কাপ জেতা হল না শ্রেয়স আইয়ারের।

ফাইনালের সেরা ক্রুনাল পান্ডিয়া

এদিন ফাইনালে আরসিবি-র জয়ের নায়ক ক্রুনাল পান্ডিয়া। গুরুত্বপূর্ণ সময়ে ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২টি উইকেট তুলে ব্যবধান গড়ে দিলেন ক্রুনাল। এটা নিয়ে মোট ৪ বার আইপিএল খেতাব জিতলেন বড় পান্ডিয়া (এর আগে মুম্বইয়ের হয়ে তিনবার আইপিএল জেতেন ক্রুনাল)।

১৮ বছর পর প্রথমবার আইপিএল খেতাব জিতল বেঙ্গালুরু

ফাইনালে কীভাবে জিতল বেঙ্গালুরু

১৯১ রান করলে প্রথমবার আইপিএল ট্রফি জেতা যাবে, এমন শর্তে ব্য়াট করতে নেমে শুরুটা ভাল করেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরন সিং। কিন্তু সেট হওয়ার মুখে প্রিয়াংশ (১৯ বলে ২৪) ও প্রভসিমরন ((২২ বলে ২৬) আউট হয়ে যান। তবে পঞ্জাবের রান তাড়ায় সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায় শ্রেয়স আইয়ার (১)-এর আউটে। পঞ্জাব অধিনায়ক আরসিবি ক্যারিবিয়ান বোলার রোমারিও শেফার্ডের বলে খোঁচা দিয়ে উইকেটকিপারের হাতে ক্য়াচ দিয়ে আউট হন। জয়ের জন্য ১৯১ রান তাড়া করতে নেমে ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পঞ্জাব। সেই চাপ থেকে আর বেরিয়ে আসতে পারেনি প্রীতি জিন্টার দল। জোস ইংলিশ (২৩ বলে ৩৯), মার্কস স্টোয়নিস (৬)-মত দুই অজি ব্যাটারের কাছে অনেক আশা থাকলে তাঁরা পারলেন না। শেষরে দিকে ৩০ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে অপরাজিত থেকে যান শশাঙ্ক সিং। ক্রুনাল পান্ডিয়া থেকে ভূবনেশ্বর কুমার (২/৩৮), জোস হ্যাজেলউড (১/৫৪) ও যশ দয়াল (১/১৮) অসাধারণ বোলিং করলেন। ফাইনালে আরসিবি-র হয়ে সর্বোচ্চ রান করলেন বিরাট কোহলি (৩৫ বলে ৪৩)।