
RCB বনাম PBKS, IPL 2025 Final: মঙ্গলবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ফাইনালে মুখোমুখি রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব সুপার কিংস। দক্ষিণ বনাম উত্তর ভারতের দুই ফ্র্য়াঞ্চাইজির ফাইনালে যারা জিতুক, তারাই এই প্রথম আইপিএলের চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলবে। ৯ বছর পর আইপিএলের ফাইনালে খেলছেন বিরাট কোহলির বেঙ্গালুরু। অন্যদিকে, দীর্ঘ ১১ বছর পর আইপিএলের ফাইনালে খেলছে প্রীতি জিন্টার দল। বেঙ্গালুরু তাদের চতুর্থ আইপিএলের ফাইনালে খেলছে। কোহলিরা এর আগে আইপিএলের ফাইনালে ২০০৯ ডেকান চার্জাস, ২০১১ চেন্নাই সুপার কিংস ও ২০১৬ সালে সান রাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছিল। অন্যদিকে, ২০১৪ আইপিএলের ফাইনালে শাহরুখ খানের নাইট রাইডার্সের কাছে হেরেছিল প্রীতির পঞ্জাব।
কোহলি নাকি শ্রেয়স, কার হাতে উঠবে ট্রফি
বিরাট কোহলির বর্ণময় কেরিয়ারে একমাত্র অধরা আইপিএল ট্রফিটা মঙ্গলবার তাঁর হাতে ওঠে কি না সেই দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব। আলাদা দুটো দলের নেতৃত্ব দিয়ে আইপিএলের খেতাব জেতার নজির গড়ার হাতছানি শ্রেয়স আইয়ারের কাছে। এবারের আইপিএলে বেঙ্গালুরু ও পঞ্জাব দুটি দলই অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে। মানসিক দিক থেকে কিছুটা এগিয়ে থেকে ফাইনালে নামার কথা বিরাট কোহলিদের। কারণ গত বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে পঞ্জাবকে মাত্র ১০১ রানে অল আউট করে, সেই রানটা ১০ ওভারেই তুলে দিয়েছিল বেঙ্গালুরু। কিন্তু রবিবার রাতে আমেদাবাদে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে পঞ্জাব অধিনায়ক ৪১ বলে ৮৭ রানের অপরাজিত অবিশ্বাস্য যে অতিমানবীয় ইনিংসটা খেলে দিয়েছেন, তাতে প্রীতি জিন্টার দলও মানসিক দিক থেকে বেশ চাঙ্গা।
ফাইনালে বেঙ্গালুরু বনাম পঞ্জাব
ONE SLEEP AWAY! 🏆😍
Tomorrow, new #TATAIPL champions will be crowned! Who will create history and lift the trophy? 🤔
📷: @IPL #IPLFinal 👉 #RCBvPBKS | TUE, 3rd June, 5 PM on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/y6l2ryKnvG
— Star Sports (@StarSportsIndia) June 2, 2025
বেঙ্গালুরু ২, পঞ্জাব ১
এবারের আইপিএলে মোট তিনবার এই দুটি দল মুখোমুখি হয়। লিগের খেলায় প্রথম সাক্ষাতে বেঙ্গালুরুতে কোহলিদের পাঁচ উইকেটে হারিয়েছিলেন শ্রেয়স আইয়ার-রা। এরপর নিউ চণ্ডিগড়ে লিগের ফিরতি ম্যাচে বেঙ্গালুরু ৪ উইকেটে পঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে প্রতিশোধ তোলে। এরপর কোয়ালিফয়ার ১-এ নিউ চণ্ডিগড়ে পঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছিল RCB।
যে পাঁচটি বিষয়ের ওপর নির্ভর করে খেতাবের ভাগ্য
মঙ্গলবার আইপিএল ফাইনালে মূলত পাঁচটি বিষয়ের ওপর নির্ভর করবে-- ১) কোহলি বনাম শ্রেয়স আইয়ার দ্বৈরথে কে জেতেন, ২) রান তাড়া করার সুযোগ কারা পান (কোহলি আর শ্রেয়স, দুজনেই বড় মঞ্চে রান তাড়া করতে পছন্দ করেন), ৩) ক্যামিওর ভূমিকায় কে কাকে টেক্কা দেন (লিভিংস্টোন-শেফার্ড বনাম স্টোয়নিস), ৪) রজত পতিদার+জিতেশ শর্মা বনাম নেহাল ওয়াধরা+শশাঙ্ক সিং দ্বৈরথে কারা জেতেন, ৫) আরসিবি পেসার জোস হ্য়াজেলউডকে কেমন সামলান শ্রেয়স আইয়ার-রা।
ফাইনালে দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ-
বেঙ্গালুরু:
বিরাট কোহলি, ফিল সল্ট, মায়াঙ্ক আগরওয়াল, রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভূবনেশ্বর কুমার, সূয়েশ শর্মা, জোস হ্য়াজেলউড।
পঞ্জাব:
প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জোশ ইংলিশ, নেহাল ওয়াধরা, মার্কস স্টোয়নিস, শশাঙ্ক সিং, আঝমাতুল্লা ওমরঝাই,যুজবেন্দ্র চাহাল, কেইল জেমিসন, আর্শদীপ সিং। (ইমপ্যাক্ট সাব- হরপ্রীত ব্রার)