
মুম্বই, ১২ জুন: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার (Ahmedabad Plane Crash) ড্রিমলাইনার ২৪২ জন যাত্রীকে নিয়ে ভেঙে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা দেশ জুড়ে। এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India Plane) যে যাত্রীরা ছিলেন, সম্ভবত তাঁদের কেউ বেঁচে নেই। অর্থাৎ আহমেদাবাদ থেকে লন্ডনে ওড়ার পথেই ভেঙে পড়ে ওই আন্তর্জাতিক বিমানটি (Air India Flight AI171 Plane Crash)। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়তেই যখন একের পর এক মৃত্যুর খবর আসছে, সেই সময় শোক প্রকাশ করলেন শাহরুখ খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শাহরুখ লেখেন, এটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। স্বজনদের যাঁরা হারিয়েছেন, প্রত্যেকটি পরিবারের প্রতি সমবেদনা রইল বলে লেখেন শাহরুখ খান (Shah Rukh Khan)।
দেখুন শাহরুখ খানের ট্যুইট...
Absolutely heartbroken with the news about the crash in Ahmedabad… my prayers for the victims, their families and all affected.
— Shah Rukh Khan (@iamsrk) June 12, 2025
এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়তেই শোক প্রকাশ করেন আমির খানও (Aamir Khan)। মৃত এবং আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় আমির খানের প্রযোজনা সংস্থার তরফে।
ঘটনার জেরে শোক প্রকাশ করেন অনুষ্কা শর্মাও (Anushka Sharma)। স্বজনহারাদের পরিবারের প্রতি সমবেদনা জানান অভিনেত্রী অনুষ্কা শর্মা।
এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে ২৪২ জন যাত্রী ছিলেন। ড্রিমলাইনার ওড়ার ৫ মিনিটের মধ্যেই সেটি ভেঙে পড়ে। এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে যাওয়ার পরপরই গোটা এলাকা কালো ধাঁয়ায় ঢেকে যায়। ফলে একের পর এক মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে শুরু করে।