
আহমেদাবাদ, ১২ জুন: এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে (Air India Flight AI171 Plane Crash) পড়েছে, সেখানে কোনও যাত্রী জীবিত নেই। বিমানে যে ২৪২ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে আর কেউ জীবিত নেই বলে মনে করা হচ্ছে। এমনই খবর গুজরাট পুলিশ সূত্রে। গুজরাটের (Gujarat) পুলিশ (Police) আধিকারিক জিএস মালিক জানান, এয়ার ইন্ডিয়ার AI171 বিমানে যে যাত্রীরা ছিলেন, সম্ভবত তাঁদের আর কেউ জীবিত নেই। শুধু তাই নয়, যে মেডিকেল হস্টেলটির উপর ওই বিমানটি ভেঙে পড়ে, সেখানে আরও বেশি করে মানুষের মৃত্যু হতে পারে।
বৃহস্পতিবার আহমেদাবাদের বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি ওড়ার ৫ মিনিটের মাথায় সেটি ভেঙে পড়ে। লন্ডনগামী বিমানে ছিলেন অনেক ভিভিআইপি যাত্রী। ফলে বিমানের কোনও টেকনিকাল ত্রুটি না নাশকতার ছকের জন্যই সেটি ভেঙে পড়ে, সে বিষয়ে এখনও এ বিষয়ে সুস্পষ্ট কোনও খবর মেলেনি। সেই সঙ্গে যে মেডিকেল হস্টেলটির উপর বিমানটি ভেঙে পড়ে, সেখান কতজন আহত বা কতজনের মৃত্যু হয়েছে, সে বিষয়েও শুরু হয়েছে জোরদার খোঁজ।
আরও পড়ুন: Air India Flight AI171 Plane Crash: এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে মৃত ১৩৩? শিউরে উঠলেন কাজল
যে মেডিকেল হস্টেলের উপর বিমানটি ভেঙে পড়ে, তার অবস্থা দেখুন...
Air India plane crashes into Doctors' Hostel in Ahmedabad
Many young MBBS doctors feared dead pic.twitter.com/fBfmigMv0b
— Nabila Jamal (@nabilajamal_) June 12, 2025
বিমানের ২৪২ জন যাত্রীর মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়। ৫০ জনের বেশি ব্রিটিশ নাগরিক ছিলেন সেখানে। ছিলেন পর্তুগালের বেশ কয়েকজন যাত্রীও। সবকিছু মিলিয়ে ভারতের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা এটি বলেই মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার যে বিমানটি ভেঙে পড়ে, সেখানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও সম্ভবত জীবিত নেই বলেই মনে করা হচ্ছে। তবে অফিসিয়ালি এ বিষয়ে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।
বিমান দুর্ঘটনার খবর মিলতেই অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রাম মোহন নায়ডুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। গোটা ঘটনার দিকে প্রধানমন্ত্রী নজর রেখেছেন। সেই সঙ্গে কেন্দ্রের তরফে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।