
বেঙ্গালুরু, ৫ জুন: বেঙ্গালুরুতে (Bengaluru Stampede) পদপিষ্ট হওয়ার ঘটনায় বড় পদক্ষেপ। ৪ জুন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) যে ঘটনা ঘটে, তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করল কর্ণাটক হাইকোর্ট (Karnataka High Court)। স্বতঃপ্রণোদিত (Suo-Moto Cognisance) হয়ে কর্ণাটক হাইকোর্ট যে মামলা দায়ের করে, তার শুনানি হবে ৫ জুন। আজ দুপুর আড়াইটে নাগাদ কর্ণাটক হাইকোর্টে বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শুনানি শুরু হবে বলে খবর।
দেখুন কী জানানো হল স্বতঃপ্রণোদিত হয়ে মামলা নিয়ে...
Bengaluru's M Chinnaswamy Stadium Stampede | High Court of Karnataka has taken suo-moto cognisance of the incident. The court will hear the matter at 2.30 pm today.
— ANI (@ANI) June 5, 2025
বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি (RCB) দল হাজির হলে, তাদের নিয়ে উন্মাদনা চরমে পৌঁছয়। যে স্টেডিয়ামের ৫০ হাজার লোক ধারণের ক্ষমতা, সেখানে ২ লক্ষ মানুষ প্রবেশ করতে যান বলে জানা যায়। যার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। পরপর ১১ জনের মৃত্যুর খবর মেলে। আহত অনেকে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলিদের (Virat Kohli) নিয়ে যে উন্মাদনা তৈরি হয়, তার জেরেই ওই ধরনের ঘটনা ঘটে যায় বলে জানা যায়। যা নিয়ে রাজনতিক চাপানউতোর শুরু হয়। বেঙ্গালুরুর ঘটনায় কংগ্রেস সরকারকে কটাক্ষ শুরু করে বিজেপি (BJP)। যার জেরে পালটা মুখ খোলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি কুম্ভ মেলার প্রসঙ্গ টেনে পালটা খোঁচা দেন।
তবে রাজনৈতিক দলগুলির মধ্যে যতই বিবাদ শুরু হোক না কেন, মৃত্যুর খবর যখন পরপর মিলতে শুরু করে, সেই সময় চিন্নাস্বামীতে কীভাবে উল্লাস, উদযাপন হল আরসিবির জয়ে, তা নিয়েও চরম কটাক্ষের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট দল এবং কর্ণাটক সরকারকেও।