Bengaluru Stampede: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) কাছে আরসিবির (RCB) জয়ের সেলিব্রেশন চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং ৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। হাজারও আরসিবি ভক্ত গতকাল (৪ জুন) স্টেডিয়ামের বাইরে দলের ট্রফি নিয়ে আসার সময় তারকাদের এক ঝলক দেখতে জড়ো হয়, তখনই এই ঘটনা ঘটে। হঠাৎ করে জমা হওয়া উপচে পড়া জনতা নিয়ন্ত্রণে রাখতে, পুলিশ মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু লাভ হয়নি। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম ট্রফি আসায়, আরসিবির বিশাল ফ্যানবেস এবং স্থানীয় লোক আনন্দে আত্মহারা হয়ে যায় এবং কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) আয়োজিত আরসিবি দলের বিশেষ অনুষ্ঠান দেখতে স্টেডিয়ামের বাইরে উপস্থিত হয়। সেই ভক্তদের সংখ্যা এত বেশী যে অরাজকতা অনেক আগেই শুরু হয়। Bengaluru Stampede Case: বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক, মন্তব্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর
আরসিবি বিজয় সেলিব্রেশনে ঘটল দুর্ঘটনা
Tragic Turn Amidst Celebration for #RCB
Sadly, the joyous roar of the #RCB parade was shattered as a stampede outside the #chinnaswamystadium left 11 people dead and over 20 injured. What should have been a day of victory and cheer turned into heartbreak — a painful reminder… pic.twitter.com/UA1eYFmHbr
— A Sharadhaa (@sharadasrinidhi) June 4, 2025
চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে কেন ছড়ায় উত্তেজনা?
সেখানে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীরা বলে যে, বিশাল সংখ্যায় ভক্তরা যখন এই অনুষ্ঠান দেখতে হাজির হতে শুরু করে তখনই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। বিশাল জনসমুদ্র বিভিন্ন মেন গেটে সামনে এমনভাবে দাঁড়িয়েছিল যে তাদের সামলাতে পুলিশকে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছিল। এই ঘটনার মধ্যেই কিছু ভিডিওতে দেখা গেছে, ভক্তরা গাছ এবং বাসে উঠে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এক ঝলক দেখার চেষ্টা করছেন। আর আরসিবির বিজয় উদযাপনের সময় জনতা আরও বেশি অস্থির হয়ে ওঠে যদিও পুলিশ বারবার তাদেরকে শান্ত থাকার অনুরোধ করে কিন্তু সতর্কতার কথা মাথায় না রেখেই হাজার হাজার ভক্ত বিভিন্ন গেট থেকে দ্রুত স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। এই থেকে পদপিষ্টের ঘটনা শুরু হয় এরপর পুলিশ আহতদের অ্যাম্বুলেন্সে নিয়ে যায় এবং তাদের নিকটস্থ বওরিং হাসপাতালে ভর্তি করে।
এরপর ভিড়ের চাপে সেখানকার একটি ড্রেন নাকি ভেঙে যায় সেই ঘটনায় আরও বেশী আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোক নানা দিকে পালানোর চেষ্টা করতে থাকে কিন্তু ভিড়ের কারণে সবাই আটকে পড়ে। পুলিশ যোগ করেছে যে অ্যাম্বুলেন্সগুলো পর্যন্ত রাস্তায় ভিড়ের কারণে দ্রুত হাসপাতালেও যেতে পারেনি। এরপর যখন স্টেডিয়ামে অনুষ্ঠান ভেতরে শুরু হয়ে যায় তখন ভিড় আবার গেটের দিকে ছুটতে শুরু করে তখন পরিস্থিতি আরও গুরুতর হয়ে ওঠে। এর ওপর পুলিশ লাঠিচার্জ করার চেষ্টা করার সময় বেশ কয়েকজন পেছনে সরে গিয়ে চাপাচাপি শুরু করে তাতে আহত হয়েছে অনেকে। সেখান থেকে বেরনোর চেষ্টা করতে গিয়ে মানুষ পদদলিত হয়েছে। আরেকটি ঘটনায় জানা গিয়েছে, একজন ভক্ত স্টেডিয়ামে লাফ দেওয়ার জন্য একটি গেটে চড়তে গিয়ে পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলেছেন।