Rain at Ahmedabad's Narendra Modi Stadium (File Photo. Photo Credits: Twitter)

Ahmedabad Rains IPL 2025 Final: আইপিএল ফাইনালের আগে গোটা আমেদাবাদ এখন আরসিবি সমর্থকদের দখলে। দুপুর ২টো থেকে হাজারে হাজারে আরসিবি সমর্থকরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভিড় জমাতে শুরু করেছেন। বেঙ্গালুরু (Bengaluru) থেকে বহু ক্রিকেটপ্রেমী আমেদাবাদে (Ahmedabad) আইপিএলের ফাইনাল দেখতে হাজির হয়েছে। মাঠে লক্ষাধিক দর্শকদের মধ্যে অন্তত ৭০-৭৫ শতাংশই চেয়ে বিরাট কোহলিদের হয়ে গলা ফাটাবেন তা নিশ্চিত। বেঙ্গালুরুর মত পঞ্জাবও প্রথমবার আইপিএল খেতাব জয়ের দোরগড়ায়। বেঙ্গালুরুর চেয়ে কম হলেও পঞ্জাবেরও বেশ কয়েকজন সমর্থন মোদী স্টেডিয়ামে আসতে শুরু করেছেন। কিন্তু কলকাতা থেকে যে বৃষ্টির কারণে আমেদাবাদে ফাইনাল সরানো হয়েছিল, সেই বৃষ্টিই এখন আশঙ্কায় রাখছে।

রবিবার কোয়ালিফায়ার টু-র ম্য়াচেও আমেদাবাদে বৃষ্টি হয়েছিল

বিকেল ৪টে থেকে আমেদাবাদে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার কোয়ালিফায়ার টু-তে পঞ্জাব বনাম মুম্বই ম্যাচেও আমেদাবাদে তুমুল বৃষ্টির কারণে খেলা শুরু হতে অনেকটা সময় লেগে যায়। বৃষ্টির জন্য দু-আড়াই ঘণ্টা পরে শুরু হলেও শেষ পর্যন্ত পঞ্জাব-মুম্বইয়ের মধ্যে ম্যাচটা পুরোটাই হয়েছিল, হার্দিক পান্ডিয়াদের হারিয়ে ফাইনালে ওঠেন শ্রেয়স আইয়ার-রা। আরও পড়ুন- ঋদ্ধিমানের সেঞ্চুরি থেকে বিসলার অমর ৮৯, আইপিএল ফাইনালে পাঁচ অবিশ্বাস্য পারফরম্যান্স

ফাইনালের আগে আমেদাবাদে বৃষ্টি

আজ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কারা চ্যাম্পিয়ন

আজ, মঙ্গলবার বৃষ্টির কারণে আইপিএল ফাইনালের খেলা শুরু করা না গেলে, তা কাল, বুধবার রিজার্ভ ডে-তে হবে। আজ যদি ফাইনাল শুরু হয়ে ৮.১ ওভার খেলার পর বৃষ্টির কারণে আর হতে না পারে, সেক্ষেত্রে বুধবার ৮.২ ওভার থেকে শুরু হবে খেলা। আজ রাত ৯টা ৪৫ মিনিটেও খেলা শুরু হলেও পুরো খেলা হবে। ঠিক যেখান থেকে আজ খেলা বন্ধ হবে, কাল সেখান থেকে শুরু হবে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস আমেদাবাদের আকাশ রাত সাড়ে ৮টার পর থেকে পরিষ্কার হতে পারে।