RCB Victory Parade: নতুন আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দলের সদস্যরা বেঙ্গালুরুতে পৌছেছে। রজত পাটিদারের (Rajat Patidar) এই দলটি বুধবার দুপুরে গার্ডেন সিটিতে পৌঁছালে তাদের আগমনের আনন্দে ভক্তরা রাস্তায় দাঁড়িয়ে ছিল অধীর অপেক্ষায়। এই তারকায় সাজানো দলের এক ঝলক দেখতে বিমানবন্দরের সামনে হাজির হয় উপচে পড়া ভিড়। আরসিবির সুপারস্টার বিরাট কোহলিকে বিমানবন্দরে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার (DK Shivakumar) স্বাগত জানান। কর্ণাটকের রাজধানীতে বিধান সৌধে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার অফিসে যাওয়ার পথে রাস্তার দুপাশেও ভক্তরা জড়ো হয়। আরসিবি (RCB) মঙ্গলবার, ৩ জুন আহমেদাবাদে আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে (Punjab Kings) ছয় রানে পরাজিত করে ১৮ বছর পর তাদের প্রথম ট্রফি তুলে নেয়। দলটির প্রথম জয়ের ফলে বেঙ্গালুরু জুড়ে আজ যেন উৎসব। যেখানে উপচে পড়া ভিড় বিজয়ী দলের একটি ঝলক দেখার জন্য বিধান সৌধের বাইরে বড় সংখ্যায় জড়ো হয়। RCB Victory Parade Cancelled: শেষ মুহূর্তে বাতিল আরসিবির Victory Parade, পুরো অনুষ্ঠান এবার চিন্নাস্বামীতে
বিরাট কোহলিকে বিমানবন্দরে স্বাগত জানালে ডিকে শিবকুমার
#InPics | Karnataka Deputy CM #DKShivakumar with #ViratKohli and team ahead of RCB's felicitation ceremony in #Bengaluru #RoyalChallengersBengaluru beat #PunjabKings by 6 runs to win its maiden IPL title after an 18-year wait#IPL2025 #IPLFinals #RCBvsPBKS #CricketWithTOI pic.twitter.com/PtLlana3SB
— The Times Of India (@timesofindia) June 4, 2025
বিধান সৌধের বাইরে উপচে পড়া ভিড়
#WATCH | Bengaluru: Fans of #RoyalChallengersBengaluru gather in large numbers outside Vidhana Soudha to catch a glimpse of their champion team #RoyalChallengersBengaluru team will arrive at Vidhana Soudha, where they will be felicitated by the Karnataka government… pic.twitter.com/l2wdpr3nwb
— ANI (@ANI) June 4, 2025