Close
Advertisement
 
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
সর্বশেষ গল্প
14 minutes ago

Sisir Adhikari To Join Narendra Modi's Rally: ঘাসফুল ছেড়ে গেরুয়া শিবিরে শিশির অধিকারী?

Videos Sarmita Bhattacharjee | Mar 18, 2021 01:44 PM IST
A+
A-

দ্বিতীয় দফার ভোটের আগে আগামী ২৪ মার্চ কাঁথিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভাতেই পদ্ম শিবিরো যোগ দিতে পারেন বর্ষীয়ান রাজনীতিক তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী (Sisir Adhikari)। মূলত তৃণণূলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেই বিজেপির দিকে হাত বাড়িয়ে দিয়েছেন শিশিরবাবু। বুধবার শুভেন্দু এই প্রসঙ্গে বলেন, “শিশির অধিকারীকে আপনারা চেনেন। শিশিরবাবু থাকবেন মোদিজির সভায়। অপেক্ষা করুন। আমি তো বলব, আরও আগে অমিতজির সভায় চলে যেতে। ২১ তারিখ এগরায় ওই সভা রয়েছে।” শিশির নিজে দু'টি সভাতেই থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন। বলেছেন, “ছেলে যেখানে যেতে বলবে, সেখানেই যাব।” কোভিড টিকা নিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন ‘শান্তিকুঞ্জ’-এর কর্তা। তখনই সংবাদমাধ্যম প্রশ্ন করে, তিনি কি এখনও তৃণমূলে আছেন?

RELATED VIDEOS