Modi In Kanpur (Photo Credit: ANI/X)

দিল্লি, ৩০ মে: ব্রহ্মোস (BrahMos) পাকিস্তানের (Pakistan) রাতের ঘুমে কেড়ে নিয়েছে। উত্তরপ্রদেশে হাজির হয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বিহারের (Bihar) পর কানপুরে শুক্রবার হাজির হন প্রধানমন্ত্রী মোদী। সেখানে হাজির হয়ে, ব্রহ্মোসের প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। বলেন, ভারতের এই মিসাইল পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে। সেই সঙ্গে ভারতীয় সেনার ভূয়ষী প্রশংসা করেন তিনি। বলেন, ভারতের সেনা জওয়ানরা (Indian Army) পাকিস্তানের ভিতরে ঢুকে শেহবাজ় শরিফদের (Shehbaz Sharif) সাহচর্যে লালিত জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে।

মোদীর কথায়, ভারতের সেনা বাহিনীর জওয়ানরা প্রকৃত হিরো। ভারতের আঘাতে যখন পাকিস্তানের রাতের ঘুম নষ্ট হয়েছে, সেই সময় ইসলামাবাদ গোটা বিশ্বের পায়ে পড়তে শুরু করে হামলা থামাতে। ভারতের সেনা বাহিনী বিশ্বের অন্যতম সেরা। সেই সঙ্গে ভারতের ব্রহ্মোস মিসাইলেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তাই পাকিস্তান যাতে আর সন্ত্রাসবাদকে মাথা তুলতে না দেয়, সেই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, অপারেশন সিঁদূর এখনও শেষ হয়নি।

আরও পড়ুন: PM Modi's Warning To Pakistan: 'সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই বন্ধ হয়নি, দাঁত বের করলে ভেঙে দেওয়া হবে', পাকিস্তানকে হুঁশিয়ারি মোদীর

শুনুন কী বললেন প্রধানমন্ত্রী...

 

সম্প্রতি আজারবাইজ়ানে হাজির হয়ে পাক প্রধানমন্ত্রী ভারতের ব্রহ্মোস মিসাইলের প্রসঙ্গ উল্লেখ করেন। শেহবাজ় বলেন, ভারতে হামলার পরিকল্পনা তাঁরা করে ফেলেছিলেন। ৯ এবং ১০ মে হামলার পরিকল্পনা করেন পাক সেনা প্রধান অসীম মুনির। ফজ়রের নামাজ়ের পর ভারতে হামলার পরিকল্পনা ছিল তাঁদের। তবে কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটিতে ব্রহ্মোস আছড়ে পড়তে শুরু করে। রাওয়ালপিন্ডি বিমানবন্দরেও ভারতের ব্রহ্মোস আছড়ে পড়ে তছনছ করে দেয় সব। এমন মন্তব্য করতে শোনা যায় শেহবাজ়ের মুখে।

পাক প্রধানমন্ত্রীর মুখে ব্রহ্মোস ভয়ের কথা উঠতেই পালটা তোপ দাগলেন নরেন্দ্র মোদী।