Narendra Modi (Photo Credits: X)

পাটনা, ৩০ মে: সন্ত্রাসবাদের (Terrorism) বিরুদ্ধে লড়াই চলবে। জঙ্গিদের (Terrorist) বিরুদ্ধে ভারতের (India) এই লড়াই বন্ধ হয়নি। এই লড়াই চলবে। অপারেশন সিঁদূর (Operation Sindoor) একটি তীর মাত্র। যা দিয়ে সন্ত্রাসের ডেরায় আঘাত করা হয়েছে। এই লড়াই চলবে। পাকিস্তান এবং জঙ্গিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে নরেন্দ্র মোদী বলেন, অপারেশন সিঁদূরের আঘাত কতটা তীব্রতর, তা প্রত্যক্ষ করেছে শত্রুরা। তাই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই লডা়ই যেমন বন্ধ হয়নি তেমনি শেষও হয়ে যায়। বিহারের কারাকাটের জনসভা থেকে পাকিস্তানকে এভাবেই হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন: PM Narendra Modi On New India: কয়েক মিনিটে পাকিস্তানের বিমান ঘাঁটি গুঁড়ো করে দেওয়া হয়েছে, এটাই নতুন ভারতের শক্তি, বললেন মোদী

পাশাপাশি সন্ত্রাসবাদ যদি আবার মাথা তোলার চেষ্টা করে, তাহলে তার দাঁত, নখ সব ভেঙে দেওয়া হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই শেষ হয়নি। তাই জঙ্গিরা যাতে সাবধানে থাকে, সে বিষয়ে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত অপারেশন সিঁদূরের পর থেকে পাকিস্তানকে ক্রমাগত হুঁশিয়ারি দেওয়া হয় ভারতের তরফে। সন্ত্রাসবাদকে যাতে গোড়া থেকে উপড়ে ফেলা, সেই কথা জানায় দিল্লি। পাশাপাশি সন্ত্রাসবাদ বনিষ্ট না করলে, পাকিস্তানের সঙ্গে যেমন দ্বিপাক্ষিক সম্পর্কও এগোবে না, তেমনি সিন্ধু জল চুক্তিও স্থগিতই থাকবে। জানায় দিল্লি। পাশাপাশি সন্ত্রাসবাদের সঙ্গে ভারত কখনও আপোষ করবে না বলেও মোদী সরকারের তরফে স্পষ্টভাবে জানানো হয় ইসলামাবাদকে।