Narendra Modi (Photo Credit: X/ANI)

পাটনা, ৩০ মে: কয়েক মিনিটের মধ্যে পাকিস্তানের (Pakistan) জঙ্গি ঘাঁটি (Terrorist) গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানের একাধিক বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। এটাই নতুন ভারত (India)। বিহারে (Bihar) গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

বিহারের জনসভায় হাজির হয়ে প্রধানমন্ত্রী বলেন, পহেলগামে (Pahalgam Terror Attack) হামলার পর পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানে জঙ্গিদের যে হেড কোয়ার্টার রয়েছে, তা মুহূর্তে গুঁড়িয়ে দেওয়া হয়। আর এটাই নতুন ভারতের (New India) চিহ্ন। এটাই নতুন ভারতের শক্তি বলে বিহার থেকে মন্তব্য করেন নরেন্দ্র মোদী।

বিহারের কারাকাতে শুক্রবার হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে হাজির হয়েই পাকিস্তানের বিরুদ্ধে মোদী যেমন তোপ দাগেন, তেমনি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Shashi Tharoor On Operation Sindoor: পাকিস্তানে নিহত জঙ্গিদের প্রতি সহমর্মিতা, অপারেশন সিঁদূর নিয়ে কলম্বিয়ার বিবৃতিতে ক্ষুব্ধ থারুর

প্রসঙ্গত পহেলগাম হামলার পর গত ৬ মে মধ্যরাতে শুরু হয় অপারেশন সিঁদূর। যেখানে ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের অন্দরে প্রবেশ করে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ২২ মিনিটে ৯টি জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেয় ভারতীয় বায়ুসেনার জওয়ানরা। সেই সঙ্গে পাকিস্তানের সামরিক ঘাঁটিতেও চলে হামলা। যা নিয়ে প্রথমে পাকিস্তান অস্বীকার করলেও পরে তা স্বীকার করতে বাধ্য হন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

অজারবাইজ়ানে গিয়ে শেহবাজ় বলেন, ৯ এবং ১০ মে এর মধ্যে ভারতে হামলা চালানোর পরিকল্পনা তাঁদের ছিল। তবে কিছু বুঝে ওঠার আগেই ভারত ব্রক্ষ্মোস ছুঁড়তে শুরু করে। ভারতের ব্রক্ষ্মোসের আঘাতে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি যেমন আঘাতপ্রাপ্ত হয়, তেমনি রাওয়ালপিন্ডি বিমানবন্দরেও চলে আঘাত। ভারতের ব্রক্ষ্মোসের আঘাত সহ্য করতেই পাকিস্তানের সময় যে কেটে যাচ্ছে, তা কার্যত স্বীকার করে নেন সে দেশের প্রধানমন্ত্রী।