Shashi Tharoor (Photo Credit: X)

দিল্লি, ৩০ মে: অপারেশন সিঁদূর (Operation Sindoor)  নিয়ে কলম্বিয়ার (Colombia) যে বিবৃতি, তার বিরুদ্ধে মত প্রকাশ করলেন শশী থারুর। কংগ্রেস নেতা বলেন, অপারেশন সিঁদূর নিয়ে যখন তাঁরা বলতে যান, সেই সময় কলম্বিয়া কিছুটা ভিন্ন মত পোষণ করে। সিঁদূরের আঘাতে পাকিস্তানে যে জঙ্গিদের মৃত্যু হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানায় কলম্বিয়া সরকার। জঙ্গি হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানানোর চেয়ে, তারা সিঁদূরের আঘাতে নিহতদের প্রতি সহমর্মী হয়ে পড়েন বলে খানিক ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতা। সন্ত্রাসবাদের বলি যাঁরা হলেন, তাঁদের প্রতি সহমর্মিতা না দেখিয়ে কলম্বিয়া কীভাবে পাকিস্তানে জঙ্গিদের  মৃত্যুতে সহমর্মিতা প্রকাশ করে, তা নিয়ে প্রশ্ন তোলেন থারুর।

আরও পড়ুন: Shashi Tharoor: ‘সন্ত্রাসী হামলা হলে মহাত্মা গান্ধীর ভূমি অন্য গাল ঘুরিয়ে দেবে না, আমরা জবাব দেব।’ ; শশী থারুর

এসবের পাশাপাশি ভারত এমন একটি দেশ, যে দ্রুত গতিতে যেমন উন্নয়ন করছে, তেমনি সন্ত্রাসবাদের বিরুদ্ধেও লড়ছে। তাই অপারেশন সিঁদূরের মাহাত্ম্য যদি কোনও দেশ বুঝতে না চায়, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কংগ্রেস নেতা।

সেই সঙ্গে জঙ্গি হামলায় নিহত এবং সন্ত্রাসবাদীদের মৃত্যু, কখনও একসঙ্গে গুলিয়ে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন শশী থারুর।