
তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুভকামনা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা (JP Nadda)ও।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President of India Draupadi Murmu)সোমবার সকালে এক্স মাধ্যমে শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, "প্রতিষ্ঠা দিবসে তেলেঙ্গানার জনগণকে আন্তরিক শুভেচ্ছা! এই রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নের একটি প্রাণবন্ত আধুনিক বাস্তুতন্ত্র রয়েছে। আমি কামনা করি, তেলেঙ্গানার জনগণ অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাক।"
তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-
Warm greetings to the people of Telangana on Statehood Day! This young State has a rich cultural heritage and a vibrant modern ecosystem of economic and technological development. I wish that the people of Telangana march ahead on the path of progress and prosperity.
— President of India (@rashtrapatibhvn) June 2, 2025
তেলেঙ্গানার স্থাপনা দিবসে রাজ্যের জনগণকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, দেশের অগ্রগতিতে অসংখ্য অবদান রাখার জন্য পরিচিত তেলেঙ্গানা। সোমবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে রাজ্যের চমৎকার জনগণকে শুভেচ্ছা। দেশের অগ্রগতিতে অসংখ্য অবদান রাখার জন্য রাজ্যটি পরিচিত। গত দশক ধরে, এনডিএ সরকার রাজ্যের জনগণের জন্য 'জীবনযাত্রার সহজতা' বৃদ্ধির জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। রাজ্যের জনগণ সাফল্য এবং সমৃদ্ধিতে আশীর্বাদিত হোক।"
শুভেচ্ছাবার্তায় কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-
తెలంగాణ రాష్ట్ర అవతరణ దినోత్సవ సందర్భంగా ఆ రాష్ట్ర ప్రజలకు శుభాకాంక్షలు. జాతీయ పురోగతికి అవిరళమైన కృషి చేసినందుకు ఈ రాష్ట్రం ప్రసిద్ధి చెందింది. గత దశాబ్దంలో, రాష్ట్ర ప్రజల 'జీవన సౌలభ్యాన్ని' పెంచడానికి ఎన్డీఏ ప్రభుత్వం అనేక చర్యలు చేపట్టింది. రాష్ట్ర ప్రజలకు విజయాలు,సంపదలు…
— Narendra Modi (@narendramodi) June 2, 2025
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেচ্ছা-বার্তায় লিখেছেন, "তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে, রাজ্যের ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা। সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিশ্রমী জনগণের সঙ্গে, তেলেঙ্গানা ভারতের জাতিগত-সাংস্কৃতিক মানচিত্রে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। এই রাজ্য সমৃদ্ধির নতুন উচ্চতায় পৌঁছক।"
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র বার্তা-
On Telangana statehood day, warm greetings to our brothers and sisters of the state. With its rich culture, heritage, and hardworking people, Telangana shines brightly on India's ethno-cultural map. May the state reach new heights of prosperity.
తెలంగాణ రాష్ట్ర అవతరణ దినోత్సవం…
— Amit Shah (@AmitShah) June 2, 2025
নাড্ডার বার্তা, "তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে, আমি এই সুন্দর রাজ্যের সকল ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাই। তেলেঙ্গানা নিজস্ব অনন্য সংস্কৃতি, প্রাণবন্ত উৎসব এবং সর্বোপরি জনগণের উষ্ণতা এবং করুণার জন্য পৃথক। রাজ্য এবং রাজ্যের জনগণ সমৃদ্ধি এবং সুখের সঙ্গে অগ্রগতি অব্যাহত রাখুক।"
জেপি নাড্ডার শুভেচ্ছা বার্তা-
On Telangana Statehood Day, I extend my heartfelt greetings to all the brothers and sisters of this beautiful state.
Telangana stands out for its unique culture, vibrant festivals and above all, the warmth and kindness of its people. May the state and its people continue to…
— Jagat Prakash Nadda (@JPNadda) June 2, 2025
তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী। তিনি তাঁর বার্তায় লেখেন- তেলেঙ্গানার জনগণকে রাজ্য প্রতিষ্ঠা দিবসের অনেক অনেক শুভেচ্ছা! ১১ বছর আগে, ডঃ মনমোহন সিং জি এবং শ্রীমতি সোনিয়া গান্ধী জি-এর নেতৃত্বে, তেলেঙ্গানার জন্ম হয়েছিল - লক্ষ লক্ষ মানুষের আশা ও স্বপ্নকে রূপ দিয়ে।
Wishing the people of Telangana a very Happy Statehood Day!
11 years ago, under the leadership of Dr. Manmohan Singh ji and Smt. Sonia Gandhi ji, Telangana was born - giving shape to the hopes and dreams of millions.
My heartfelt tributes to all who gave their sweat and… pic.twitter.com/fW9BF6IjDn
— Rahul Gandhi (@RahulGandhi) June 2, 2025