সিপিএমের মহম্মদ সেলিম, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি বোলপুর থানার আইসিকে ফোন করে হুমকি দেন বীরভূমের দাপুটে নেতা। হুমকির পাশাপাশি মহিলাদের নিয়ে কুরুচিপূর্ণ গালিগালাজ করেন তিনি। সম্প্রতি সেই অডিয়ো ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও বিজেপির তরফ থেকেই তা প্রথম প্রকাশ করা হয়ছি। ফলে সেই ক্লিপের সত্যতা যাচাই করেনি লেটেস্টলি বাংলা। তবে এই ক্লিপ ভাইরাল হতেই খবরের শিরোনামে উঠে আসেন অনুব্রত।

কড়া নিন্দা জানিয়েছেন শুভেন্দু অধিকারী

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,

“এই মন্তব্যের মাধ্যমে সরাসরি বাংলার মা-বোনেদের অসম্মান করা হয়েছে। আর এর উপযুক্ত জবাব তাঁরাই দেবেন। আমাদের কিছু করতে হবে না। এই বাংলায় স্বামী বিবেকানন্দ কুমারী পুজো শুরু করেছিলেন। এখানেই মহিলারা দূর্গার রূপে পূজিত হন, সেখানে এমন মন্তব্য করে মহিলাদের অপমান করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, আর তাঁর দলের নেতার এমন মন্তব্য দুটোই সমান। এর উপযুক্ত জবাব মিলবে”।

দেখুন শুভেন্দু অধিকারীর বক্তব্য

মামলা দায়ের হয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে

প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের বিতর্কিত মন্তব্যের পরেই চাপে পড়ে তৃণমূল নেতৃত্ব। তাই বাধ্য হয়ে ঘটনার ৪ ঘন্টার মধ্যেই তৃণমূল নেতাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন। সেই মতো অনুব্রত ক্ষমা চায়। তবে তারপরেও বিতর্ক থামেনি। এমনকী বীরভূম পুলিশ তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। সেই নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং যে আইসি-কে গালিগালাজ করা হয়েছিল, তাঁর সঙ্গে কথা বলেছেন বীরভূমের পুলিশ সুপার।