
নয়াদিল্লি, ৩১ মেঃ জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারত 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায়। ভারতীয় সেনা বাহিনীর (Indian Army) এই সামরিক অভিযান পাকিস্তানের বিরুদ্ধে বড় সাফল্য এনে দিয়েছে। কেন্দ্রের বিজেপি সরকারের প্রচারের নয়া মন্ত্র হয়ে উঠেছে এই 'অপারেশন সিঁদুর'। জনসভা হোক কিংবা উদ্বোধনী মঞ্চ সকল জায়গাতেই প্রধানমন্ত্রীর কণ্ঠে একটাই সুর, অপারেশন সিঁদুর। এরই মাঝে খবর ছড়িয়েছে, মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে মহিলাদের সিঁদুর বিতরণ করার পরিকল্পনা করেছে বিজেপি। সেই খবরের সত্যতা সামনে আনল পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check)।
আগামী ৯ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তাঁর তৃতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ করবেন। এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি গোটা দেশজুড়ে বিশাল জনসংযোগ কর্মসূচির পরিকল্পনা করছে। মোদীর তৃতীয় মেয়াদের এক বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবেই মহিলাদের সিঁদুর বিতরণের ভাবনাচিন্তা করছে বিজেপি নেতৃত্ব! নেটপাড়ায় ছড়িয়ে পড়ে সেই খবর। তবে শুক্রবার প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট-চেক ইউনিট জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্য। মোদী ৩.০ বর্ষপূর্তি উপলক্ষে সিঁদুর বিতরণ করার দাবিটিতে কোন সত্যতা নেই।
সিঁদুর বিতরণের দাবি ভুয়ো
Some social media posts and media reports are claiming of various decisions to mark anniversary of Modi 3.0#PIBFactCheck:
➡️This claim is #Fake
➡️ Rely only on official sources for accurate information pic.twitter.com/e6sYqSY2ii
— PIB Fact Check (@PIBFactCheck) May 30, 2025
তবে ভারতীয় সেনা বাহিনীর 'অপারেশন সিঁদুর' অভিযান ঘিরে শুরু থেকেই নিজের ঢাক পেটাচ্ছেন মোদী, অভিযোগ বিরোধীদের। শুধু তাই নয়, অভিযানের নাম নিয়েও কটাক্ষের মুখে প্রধানমন্ত্রী। কারণ 'অপারেশন সিঁদুর' নাম নাকি তাঁরই দেওয়া। কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, দেশাবাসীর মধ্যে জাতীয়তাবাদ এবং হিন্দুত্ববাদ উসকে দিতেই এই নাম দিয়েছেন মোদী। কারণ সিঁদুর পরার চল সব ধর্মে নেই।