Shatabdi Roy May Meet Amit Shah: শতাব্দীর দলবদল! রাজীবের ফেসবুক লাইভে কী তথ্য সামনে আসবে?
এবার জল্পনা তুঙ্গে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে (TMC MLA Shatabdi Roy) নিয়ে। ফেসবুকে মন্তব্যের পর আরও জোরালো হল তাঁর দলবদলের ইঙ্গিত। অমিত শাহের সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানান, দিল্লি যাচ্ছি, পরিচিতদের সঙ্গে দেখা হতেই পারে। দেখা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’ তিনি আরও জানান, এলাকায় যেভাবে যেতে চাইছেন, সেভাবে পারছেন না। মনে হচ্ছে নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হবে না। শতাব্দী ফ্যান ক্লাবের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি নেব। শনিবার দুপুর দুটোয় জানাব। অনেকে প্রশ্ন তুলছেন, আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন? কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। সাংসদ পরে, অভিনেত্রী হিসেবে আগে থেকেই মানুষের ভালোবাসা।’