কলকাতা, ৫ জুন: বিয়ে করলেন মহুয়া মৈত্র (Mahua Moitra Marries)। ভারত ছেড়ে বার্লিনে গিয়ে বিয়ে সারেন তৃণমূল কংগ্রেস সাংসদ। বিজেডির প্রাক্তন সাংসদ (ছিলেন পুরীর সাংসদ) পিনাকি মিশ্রের (Pinaki Misra) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন মহুয়া। বার্লিনের প্রাসাদে প্রাক্তন সাংসদের সঙ্গে বিয়ে সারেন তৃণমূল কংগ্রেসের বর্তমান সাংসদ (Mahua Moitra-Pinaki Misra Wedding)। গত ৩ মে বার্লিনে একেবারে চুপচাপ বিয়ে পর্ব সেরে ফেলেন কৃষ্ণনগরের সাংসদ। প্রসঙ্গত ৬৬ বছরের সুপ্রিম কোর্টের আইনজীবী পিনাকি মিশ্রের সঙ্গে ৫৯ বছরের মহুয়া গাঁটছড়া বাঁধেন। দেশ থেকে সরে গিয়ে মহুয়া মৈত্র কি ডেস্টিনেশন ওয়েডিং সারলেন, তেমন প্রশ্নই করছেন অনেকে।
ইউরোপে একেবারে ঘনিষ্ঠদের নিয়ে সাদামাটা বিয়ে সারেন মহুয়া মৈত্র। ক্রিম এবং হালকা গোলাপী রঙের শাড়ি পরে, সোনার গয়নায় সেজে বার্লিনে বিয়ে সারেন মহুয়া মৈত্র। প্রাক্তন বিজেডি সাংসদের হাত ধরে হাসি মুখে ছবি তুলতে দেখা যায় তৃণমূল কংগ্রেস সাংসদকে। যে ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।