দিল্লি, ২৮ মে: বিশ্ব মঞ্চে এবার পাকিস্তানের (Pakistan) মুখোশ টেনে খুললেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। পাক ভূমে যে সন্ত্রাসবাদের (Terrorist) চাষ হচ্ছে, তার বিরুদ্ধে সরব হচ্ছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিঙ্গাপুরে হাজির হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাকিস্তানের সন্ত্রাসবাদের চিত্র টেনে খুলতে শুরু করেন।
অপারেশন সিঁদূরের (Operation Sindoor) আঘাতে নিহত সন্ত্রাসবাদীদের শেষকৃত্যে হাজির হওয়া পাক সেনা আধিকারিকদের ছবি নিয়ে তীব্র আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিশ্বের আর কোথায় দেখা যায় যে, সন্ত্রাসবাদীদের দাফনের আগে সেখানে হাজির হন সেনা বাহিনীর আধিকারিকরা? প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জঙ্গিদের মৃতদেহের পাশে যখন পাক সেনা কর্মীরা থাকছেন, ইসলামাবাদ যে সন্ত্রাসের লালন করে, এর চেয়ে আর বড় প্রমাণ আর কী হতে পারে বলে প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসবাদীদের যে দীর্ঘ যোগ রয়েছে, তা যে আর প্রমাণের অপেক্ষা রাখে না, তা কার্যত বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে স্পষ্ট করে দেন তৃণমূল কংগ্রেস সাংসদ।
পাকিস্তানের সঙ্গে জঙ্গিদের এই যোগ, তা যেন আরও বেশি করে সামনে আসে আগামী দিনে। আর তার জন্য সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। অপারেশন সিঁদূরের পর পাকিস্তানের যে হাল হয়, তার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি এবং ভিডিয়োর মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাই ইসলামাবাদের সঙ্গে জঙ্গি যোগের এই প্রমাণ আরও বেশি করে গোটা বিশ্বের মানুষের সামনে আসুক বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁদের (তৃণমূল কংগ্রেস) রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে। তাই বলে দেশের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে তাঁরা প্রত্যেকে সহমত। দেশের স্বার্থে প্রত্যেকটি রাজনৈতিক দল সব সময় কেন্দ্রের পাশে রয়েছে বলেও সিঙ্গাপুর থেকে স্পষ্ট করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।