Pak Army Fleeing In The Time Of Operation sindoor (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ২৭ মে: বিএসএফের (BSF) তরফে একটি নয়া ভিডিয়ো (Video) পোস্ট করা হয়েছে। অপারেশন সিঁদূরের (Operation Sindoor) সময় বিএসএফের তরফে পরপর ৭২টি পাক পোস্টে হামলা চালানো হয়। সেই সময় পাক পোস্টগুলি গুঁড়িয়ে যায় পরপর। ওই সময় বিএসএফের তরফে যে হামলা চলে তার জেরে পাক সেনাদের বাঙ্কার ছেড়ে পালাতে দেখা যায়। পাক পোস্টে হামলা চালানো হলে, সেখান থেকে পাকিস্তানি রেঞ্জার্সরা পালাতে শুরু করে। এমন একটি ভিডিয়ো প্রকাশ করা হয় বর্ডার সিক্যুরিটি ফোর্সের (BSF) তরফে।

গত ৬ মে রাতে চলে অপারেশন সিঁদূর। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের ৯টি ডেরা গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। এরপর ৮ থেকে ১০ মে এর মাঝে ফের হামলা চালায় বিএসএফ। ওই ৮ থেকে ১০ মে এর মধ্যে বিএসএফের ছোঁড়া অস্ত্রে ৭২টি পাকিস্তানি (Pakistan) পোস্ট  ধ্বংস হয়ে যায়। ওই সময় পাক রেঞ্জার্সদের দেখা যায় বাঙ্কার ছেড়ে পালিয়ে যেতে।

আরও পড়ুন: BSF Hit 72 Pakistani Post: পাকিস্তানের ৭২টি পোস্ট ধ্বংস করা হয়েছে, জানাল বিএসএফ

দেখুন বিএসএফের শেয়ার করা পোস্ট...

 

২২ এপ্রিল পহেলগামের (Pahalgam Terror Attack) বৈসরণ ভ্যালিতে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। যে হামলায় ২৬ জন নীরিহ মানুষের প্রাণ যায়। পহেলগাম হামলার ভয়াবহতা কাঁপিয়ে দেয় গোটা দেশকে। পহেলগাম হামলার পর পাকিস্তানি জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে শুরু হয় অপারেশন সিঁদূর। যেখানে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে যে সন্ত্রাসবাদীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়, তেমনি সিয়ালকোটে ঢুকেও চলে হামলা। গুঁড়িয়ে দেওয়া হয় হিজবুল মুজাহিদিনের আস্তানা। এরপর পাক বায়ুসেনার ঘাঁটিতেও ভারত একের পর এক হামলা চালিয়ে পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হয়।