
TMC District Presidents List: বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে রাজ্যের শাসক দলের সংগঠনে বড় রদবদল হল। ভোটের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতিতে নামতে বিভিন্ন জেলার সংগঠনে সভাপতি ও চেয়ারপার্সনদের। রাজ্যের বেশ কিছু বড় ও দলের পক্ষে গুরুত্বপূর্ণ জেলাকে কাজের স্বার্থে ভেঙে দুই থেকে তিনটি করা হল। বেশ কিছু জায়গায় পুরনো মুখে ভরসা রাখা হল। কিছু জায়গায় আনা হল নয়া মুখ। আবার কোথাও পরিশ্রমী নেতা, বড় নামকে গুরুত্ব দেওয়া হল। টানা চারবার বিধানসভা নির্বাচনে জিততে দিদি ভরসা রাখছেন দলীয় সংগঠনে। বীরভূমের জেলা সভাপতি করা হবয়নি অনুব্রত মণ্ডলকে। আরও পড়ুন-আরও পড়ুন- দলের সংগঠনে বড় ঝাঁকুনি মমতার, ব্রাত্য অনুব্রত মণ্ডল, উত্তর কলকাতা নিয়ে বড় সিদ্ধান্ত
এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূলের কোন জেলায় দায়িত্বে কারা---
১) আলিপুরদুয়ার
জেলা সভাপতি: প্রকাশ চিক বারিক
জেলা চেয়ারপার্সন: গঙ্গা প্রসাদ শর্মা
------------
২) কোচবিহার-
জেলা সভাপতি: অভিজিত চন্দ্র ভৌমিক
জেলা চেয়ারপার্সন: গিরিন্দ্র নাথ বর্মন
-----
৩) জলপাইগুড়ি-
জেলা সভাপতি: মহুয়া গোপে
জেলা চেয়ারপার্সন: খগেশ্বর রায়
--------
৪) দার্জিলিং (পাহাড়)
জেলা সভাপতি: শান্তা ছেত্রী
জেলা চেয়ারপার্সন: এল.বি.রাই
-------
৫) দার্জিলিং সমতল
জেলা সভাপতি: পরে জানানো হবে
জেলা চেয়ারপার্সন: সঞ্জয় টিব্রেওয়াল
----------
৬) উত্তর দিনাজপুর
জেলা সভাপতি: কানাইলাল আগরওয়াল
জেলা চেয়ারপার্সন: হামিদুর রহমান
-------
৭) দক্ষিণ দিনাজপুর
জেলা সভাপতি: সুভাষ ভাওয়াল
জেলা চেয়ারপার্সন: তোরাফ হোসেন মণ্ডল।
-----
৮) মালদহ
জেলা সভাপতি: আব্দুর রহিম বক্সি
জেলা চেয়ারপার্সন: চৈতালি সরকার
--------
৯) মুর্শিদাবাদ (বহরমপুর)
জেলা সভাপতি: অপূর্ব সরকার (ডেভিড)
জেলা চেয়ারপার্সন: নিয়ামত শেখ।
----
১০) মুর্শিদাবাদ (জঙ্গিপুর)
জেলা সভাপতি: খলিলুর রহমান
জেলা চেয়ারপার্সন: জাকির হোসেন
---------
১১) বীরভূম:
জেলা চেয়ারপার্সন: আশীষ বন্দ্যোপাধ্যায়
জেলার কোর কমিটি (৯ জন)- অনুব্রত মণ্ডল, কাজল শেখ, ও অন্যান্যরা।
--------
১২) পূর্ব বর্ধমান
জেলা সভাপতি: রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
জেলা চেয়ারপার্সন: অপূর্ব চৌধুরী
---
১৩) পশ্চিম বর্ধমান
জেলা সভাপতি: নরেন্দ্র নাথ চক্রবর্তী
জেলা চেয়ারপার্সন: হরেরাম সিং।
----------
১৪) বাঁকুড়া
জেলা সভাপতি: তারাশঙ্কর রায়।
জেলা চেয়ারপার্সন: অলোকা সেন মজুমদার।
------
১৫) বিষ্ণুপুর
জেলা সভাপতি: সুব্রত দত্ত।
জেলা চেয়ারপার্সন: বিক্রমজিত চট্টোপাধ্যায়।
-----
১৬) পুরুলিয়া
জেলা সভাপতি: রাজীব লোচান সারেন।
জেলা চেয়ারপার্সন: শান্তিরাম মাহাতো।
----------
১৭) ঝাড়গ্রাম-
জেলা সভাপতি: দুলাল মুর্মু
জেলা চেয়ারপার্সন: বীরবাহ সোনের টুডু
-------
১৮) পূর্ব মেদিনীপুর (তমুলক)
জেলা সভাপতি: সুজিত রায়
জেলা চেয়ারপার্সন: দীপেন্দ্র নারায়ণ রায়।
---------
১৯) পূর্ব মেদিনীপুর (কাঁথি)
জেলা সভাপতি: পীযুষ কান্তি পাণ্ডা।
জেলা চেয়ারপার্সন: তরুণ মাইতি।
---------
২০) পশ্চিম মেদিনীপুর (ঘাটাল)
জেলা সভাপতি: অজিত মাইতি
জেলা চেয়ারপার্সন: রাধাকান্ত মাইতি
--------
২১) পশ্চিম মেদিনীপুর (মেদিনীপুর)
জেলা সভাপতি: সুজয় হাজরা
জেলা চেয়ারপার্সন: দীনেন রায়
---
২২) হাওড়া (গ্রামীণ)
জেলা সভাপতি: অরুণাভ সেন।
জেলা চেয়ারপার্সন: সমীর পাঁজা
---
২৩) হাওড়া (শহর)
জেলা সভাপতি: গৌতম চৌধুরী
জেলা চেয়ারপার্সন: অরূপ রায়
-----
২৪) হুগলি (আরামবাগ)
জেলা সভাপতি: রমেন্দু সিং রায়।
জেলা চেয়ারপার্সন: মিতালী বাগ।
---------
২৫) হুগলি (শ্রীরামপুর)
জেলা সভাপতি: অরিন্দম গুইন।
জেলা চেয়ারপার্সন: অসিমা পাত্র।
-----------
২৬) নদিয়া (কৃষ্ণনগর)
জেলা সভাপতি: মহুয়া মৈত্র।
জেলা চেয়ারপার্সন: রুকবানুর রহমান।
-------
২৭) নদিয়া (রাণাঘাট)
জেলা সভাপতি: দেবাশীষ গাঙ্গুলি।
জেলা চেয়ারপার্সন: শঙ্কর সিংহ রায়।
-----------
২৮) কলকাতা (উত্তর)
জেলা চেয়ারপার্সন: সুদীপ বন্দ্যোপাধ্যায়।
জেলার কোর কমিটি- অতীন ঘোষ, শশী পাঁজা, নয়না বন্দ্য়োপাধ্যায়, পরেশ পাল, বীবেক গুপ্তা, স্বর্ণকমল সাহা, সুপ্তি পাণ্ডে ,স্বপন সামদ্দার, জীবন সাহা।
------------
২৯) কলকাতা (দক্ষিণ)
জেলা সভাপতি: দেবাশীষ কুমার
জেলা চেয়ারপার্সন: মণীশ গুপ্ত
----------
৩০) উত্তর ২৪ পরগণা (বনগাঁ)
জেলা সভাপতি: বিশ্বজিত দাস
জেলা চেয়ারপার্সন: মমতাবালা ঠাকুর
---------
৩১) উত্তর ২৪ পরগণা (বারাসত)
জেলা সভাপতি: পরে ঘোষিত হবে
জেলা চেয়ারপার্সন: পরে ঘোষিত হবে
-----------
৩২) উত্তর ২৪ পরগণা (বসিরহাট)
জেলা সভাপতি: বুরহাননুল মুকাদ্দিম (লিটন)
জেলা চেয়ারপার্সন: সজল ব্যানার্জি।
---------
৩৩) উত্তর ২৪ পরগণা (দমদম-বারাকপুর)
জেলা সভাপতি: পার্থ ভৌমিক
জেলা চেয়ারপার্সন: নির্মল ঘোষ।
-----------
৩৪) দক্ষিণ ২৪ পরগণা (যাদবপুর-ডায়মণ্ডহারবার)
জেলা সভাপতি: শুভাশীষ চক্রবর্তী
জেলা চেয়ারপার্সন: অশোক কুমার দেব
---------
৩৫) দক্ষিণ ২৪ পরগণা (সুন্দরবন)
জেলা সভাপতি: জয়দেব হালদার
জেলা চেয়ারপার্সন: নমিত সাহা