
শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল কংগ্রেস সাংসদ তথা অধ্যাপক সৌগত রায় (Saugata Roy)। বুধবার রাতে ভর্তি হওয়ার পর বৃহস্পতিবার চিকিৎসকদের পরামর্শে শরীরে বসানো হল পেসমেকার। আর তারপরই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বর্ষীয়ান তৃণমূল নেতা। এদিন দুপুরে খাওয়াদাওয়াও করেছেন তিনি। জানা যাচ্ছে, সবকিছু ঠিকঠাক থাকলে সম্ভবত শুক্রবারেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করলেন বিজেপি নেতা তথাগত রায়। এছাড়া এদিন সকাল থেকে মন্ত্রী সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক পার্থ ভৌমিকের মতো নেতানেত্রীরা।
সুস্থ হয়ে উঠছেন সৌগত রায়
গত বুধবার অক্ষয় তৃতীয়ার দিন কামারহাটি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে আড়িয়াদহ বিষ্ণুপ্রিয়া মন্দির উদ্বোধনে গিয়েছিলেন তিনি। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। কার্যত মিনিট পাঁচেকের জন্য অজ্ঞানও হয়ে যান তিনি। তড়িঘড়ি নিরাপত্তারক্ষীরা উদ্ধার করে চেয়ারে বসান। ঘটনার সময় মঞ্চে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক নেতানেত্রীরা।
দেখুন ভিডিয়ো
কান্নায় ভেঙে পড়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
তাঁরাই তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সৌগতর আশঙ্কাজনক অবস্থা দেথে কান্নায় ভেঙে পড়েছিলেন সায়ন্তিকা। হাসপাতালে রাতভোর ছিলে বর্ষীয়ান সাংসদের কর্মী সমর্থকেরা। অবশেষে বৃহস্পতিবার সকাল থেকে শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।