Close
Advertisement
 
মঙ্গলবার, জানুয়ারী 21, 2025
সর্বশেষ গল্প
3 minutes ago

Railway Budget 2021: ভারতীয় রেলওয়ের উন্নয়নে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা নির্মলা সীতারমণের

ভারত Sarmita Bhattacharjee | Feb 01, 2021 03:57 PM IST
A+
A-

২০৩০ সালের কথা মাথায় রেখে ন্যাশনাল রেল প্ল্যান তৈরি করা হচ্ছে। রেলের জন্য ১.৭৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এরমধ্যে ১,০৭,১০০ কোটি টাকা শুধুমাত্র মূলধন ব্যয়ের জন্য। কেন্দ্রের জন্য ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে মোদি সরকারে। রেলের জন্য় মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে। মেট্রো লাইট, মেট্রো নিউ নতুন দুটি প্রকল্প চালু হবে। ৪৬ হাজার কিলোমিটার রেল লাইনে ট্রেন ইলেক্ট্রিসিটিতে চলবে। পর্যটন রেলওয়ে ট্র্যাকে নতুন ও আধুনিক কোচ, চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের জন্য ৬৩ হাজার কোটি বরাদ্দ। কোচি, বেঙ্গালুরু, চেন্নাই, নাগপুর, নাসিকে নতুন মেট্রো প্রজেক্টের ঘোষণা হয়েছে। চেন্নাই মেট্রো প্রজেক্টের জন্য ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজ্যে রেল পরিকাঠামো নিয়েও পরিকল্পনা করা হয়েছে। রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে।

RELATED VIDEOS