
নয়াদিল্লিঃ যাত্রীদের (Passengers) জন্য সুখবর। এবার শুয়ে শুয়ে পৌঁছতে পারবেন গন্তব্যে। আসছে বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper)। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ট্রেন প্রস্তুতির কাজ। হাওড়া (Howrah)থেকে ছাড়বে এই ট্রেন। গন্তব্য কোথায়? জেনে নিন বিস্তারিত
হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারত স্লিপার, জেনে নিন ভাড়া কত
রেল সূত্রে খবর আপাতত হাওড়া থেকে দিল্লি পর্যন্ত যাবে এই ট্রেন। মোট ১৪৪৯ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে এই বন্দে ভারত স্লিপার ট্রেন। ঘণ্টায় এই ট্রেনের গতিবেগ হবে ১৬০ কিমি। আগের বছর অর্থাৎ ২০২৪ সালে এই ট্রেনেরর উন্মোচন করেন রেলমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলসূত্রে খবর এই বিশেষ ট্রেনে থাকতে চলেছে ১৬ টি কোচ। যার মধ্যে ১১ টি এসি থ্রি টিয়ার কোচ ও ৪টি এসি টু টিয়ার কোচ। এ ছাড়া থাকবে একটি ফার্স্ট ক্লাস এসি কোচের ব্যবস্থা। জানা গিয়েছে, থ্রি টিয়ারের ভাড়া হবে ৩ হাজার টাকা। টু টিয়ারের ভাড়া হতে চলেছে ৪ হাজার আর ফার্স্ট ক্লাসের ভাড়া ৫১০০। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হাওড়া থেকে বিকেল ৫ টায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন। পরের দিন সকাল ৮ টায় রাজধানীর মাটি ছোঁবে এই বন্দে ভারত স্লিপার।
আসছে বন্দেভারত স্লিপার, হাওড়া থেকে কোনদিকে ছুটবে এই ট্রেন?
Indian Railways to launch first Vande Bharat sleeper train soon, will run on this route, check fare, stoppages, top speed to be...https://t.co/jiIelPDvYW
— DNA (@dna) April 21, 2025