Photo Credits: IANS

(West Bengal Assembly Session) আজ থেকে শুরু হচ্ছে। প্রথা মাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশে শোক প্রস্তাব পাঠের পর প্রথম দিনের অধিবেশন মুলতুবি হয়ে যাবে। এই অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনা বাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে।খসড়া অনুযায়ী, পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের নিহত হওয়ার প্রতিবাদ, জম্মু-কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতিতে জনতার পাশে দাঁড়ানো-সহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

অধিবেশনের দ্বিতীয় দিনে আগামীকাল এই প্রস্তাব নিয়ে ২ ঘণ্টা আলোচনা হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Bengal CM Mamata Bandopadhyay)   ওই আলোচনায় অংশ নিতে পারেন। সরকারী এই প্রস্তাবের ওপর আলোচনায় বিজেপিও অংশ নেবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari) জানিয়েছেন। তবে এই প্রস্তাবে ‘অপারেশন সিন্দুর’ নামটির উল্লেখ না থাকায় বিজেপি ক্ষোভ প্রকাশ করেছে। তাঁদের অভিযোগ, অভিযানের নাম উল্লেখ না করে সেনার কৃতিত্বকে ছোট করা হচ্ছে।শাসক শিবিরের পালটা দাবি, আসলে বিধানসভা অধিবেশন বানচাল করা, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার ছক করছে বিরোধীরা। তাই এমন সাধু উদ্যোগকেও সমালোচনা শুরু করেছে। এ প্রসঙ্গে শাসকদলের নেতাদের আরও বক্তব্য, ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য গোটা বিশ্বের কাছে তুলে ধরতে কেন্দ্রের পাঠানো সংসদীয় সর্বদল প্রতিনিধি দলের সদস্য হিসেবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নানা দেশে সেনার কীর্তি বর্ণনা করেছেন।

উল্লেখ্য, প্রস্তাব পেশের পরবর্তী দু-দিন প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার, উল্লেখ পর্বের পাশাপাশি বিধানসভার বিভিন্ন স্হায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হবে বলে বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্হির হয়েছে। এছাড়াও এবারের সপ্তাহ দু-এক-এর অধিবেশনে বিধানসভায় পাশ হওয়া বিল সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যপালকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব আনা হতে পারে।