
নয়াদিল্লিঃ ফের যাত্রীবাহী ট্রেনকে (Passenger Train) লাইনচ্যুত করার চেষ্টা। অল্পের জন্য রক্ষা পেল বরেলি তানকপুর যাত্রীবাহী ট্রেন (Bareilly-Tanakpur Passenger Train)। লোকো পাইলটের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। ক্ষতিগ্রস্ত রেললাইনের দু'টি অংশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। রেললাইনে বড় একটি পাথর রাখা ছিল বলে জানা গিয়েছে। দূর থেকে তা দেখতে পেয়ে সময়বুঝে ব্রেক কষেন চালক। বিপদ থেকে রক্ষা পায় বরেলি তানকপুর প্যাসেঞ্জার ট্রেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন রেলের আধিকারিকরা। ট্রেনটিকে লাইনচ্যুত করার জন্যই পাথরটি রেললাইনে রেখে দেওয়া হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান।
রেললাইনে পাথর! বড়সড় দুর্ঘটনা মুখ থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন
এই ঘটনার জেরে ওই লাইনে কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয় ট্রেন চলাচল। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। উল্লেখ্য, এই ধরনের ঘটনা নতুন নয়। এর আগেও বারেবারে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে। কোথাও রেললাইনে পাথর, কোথাও আবার লোহার রড ইত্যাদি রেখে নাশকতার চেষ্টা চালানো হয়। বিপদের মুখ থেকে রক্ষা পেয়েছে বহু দূরপাল্লার ট্রেন।
রেললাইনে পাথর রেখে নাশকতার ছক? কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচালেন লোকো পাইলট
Train Accident Averted in Uttar Pradesh: Alert Loco Driver of Bareilly-Tanakpur Passenger Train Prevents Major Accident After Unruly Elements Fill Railway Track With Stones (Watch Video)#TrainAccident #UttarPradesh #ViralVideo #BareillyTanakpurTrain #IndianRailways…
— LatestLY (@latestly) June 3, 2025
Read: https://t.co/v6CZIZo30P
— LatestLY (@latestly) June 3, 2025