ট্রেনের টিকিটে অপারেসন সিঁদুরের ছাপ (ছবিঃIndian Railways)

নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি (Pahalgam Terror Attack) হামলার প্রতিবাদে পাকিস্তান (Pakistan) ও পাক অধিকৃত কাশ্মীরে (POK) ঢুকে জঙ্গি (Terrorist) ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত। পাকিস্তানের মাটিতে ভারতীয় বায়ুসেনার সফল অভিযান। এই 'অপারেশন সিঁদুর (Operati০n Sindoor)' নিয়ে যখন দেশজুড়ে জয়জয়কার, তখন রেলের টিকিটে 'সিদুর'-এর ছাপ দিয়ে কটাক্ষের শিকার বিজেপি সরকার। সেনাবাহিনীর কৃতিত্বে ভাগ বসাচ্ছে মোদী সরকার, এমনটাই অভিযোগ তুলছেন বিরোধীরা। জানা গিয়েছে, সম্প্রতি রেলের অনলাইন টিকিটে জায়গা করে নিয়েছে 'অপারেশন সিঁদুর।' অনালাইন রেলের টিকিটে সিঁদুর কৌটোর ছবির পাশে র‍য়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। এই ছবিতে লেখা, "অপারেশন সিঁদুর সন্ত্রাসের বীরুধে নতুন লক্ষণরেখা টানতে সক্ষম। এক নতুন উচ্চতা ও মানদণ্ড নির্ধারণ করেছে এই অভিযান।"

রেলের টিকিটে অপারেশন সিঁদুরের ছোঁয়া, কটাক্ষ বিরোধীদের

আর রেলের এই বিশেষ উদ্যোগের পরই কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ বিরোধীদের। দেশের সেনাদের কৃতিত্ব এই অভিযান। এই অভিযানকে নিজেদের প্রচারে ব্যবহার করছে মোদী সরকার, এমনটাই দাবি বিরোধীদের। এই প্রসঙ্গে আম আদমি পার্টির বক্তব্য, "অপারেশন সিঁদুরের দ্বারা নিজেদের প্রচার করছে বিজেপি। এই অভিযানের পাশে গোটা দেশ ছিল। যেভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে যোগ্য জবাব দিয়েছে সেনারা তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু এই ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে প্রচারে নামরে পারেন না নরেন্দ্র মোদী। ট্রেনের টিকিটে কেন ওঁর ছবি থাকবে? যদি থাকতেই হয় তবে সেনাপ্রধান, কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিংয়ের ছবি ছাপা হোক।"

 রেলের টিকিটে 'সিঁদুর'-এর ছাপের পাশে মোদীর ছবি