নয়াদিল্লিঃ তৎকাল টিকিট (Tatkal Ticket) নিয়ে জালিয়াতির অভিযোগ কম নয়। এবার তৎকাল বুকিংয়ে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ ভারতীয় রেলের (Indian Railway)। ই-আধার (E-Aadhar) ছাড়া মিলবে না টিকিট। এমনই সিদ্ধান্ত নিতে চলেছে রেল কর্তৃপক্ষ, এক্স হ্যান্ডেলে এমনটাই জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। গতকাল, অর্থাৎ বুধবার এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয়মন্ত্রী লেখেন, "ভারতীয় রেলওয়ে শীঘ্রই তৎকাল টিকিট বুক করার জন্য ই-আধার ব্যবহার শুরু করবে। এটি প্রকৃত ব্যবহারকারীদের চিহ্নিত করে টিকিট পেতে সাহায্য করবে।" অর্থাৎ রেলমন্ত্রীর কথা অনুযায়ী, আধার পরিচয় ছাড়া বুক করা যাবে না টিকিট।
তৎকাল টিকিট বুকিংয়ে বড় বদল আনতে চলেছে রেল
এই ব্যবস্থা চালু হলে তৎকাল বুকিংয়ের কালোবাজারি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। কবে এই ব্যবস্থা চালু হবে তা যদিও জানাননি রেলমন্ত্রী। তবে সূত্রের খবর, চলতি মাসেই এই নতুন ব্যবস্থা চালু হতে চলেছে। আধার যাচাই করা অ্যাকাউন্টগুলিই শুরুতে একমাত্র টিকিট বুক করার অনুমতি পাবে। এমনকী টিকিট বুক করার সময় ওটিপির মাধ্যমে সবটা যাচাই করে নেওয়া হতে পারে। এছাড়া আধার প্রমাণ দিয়ে যারা আইআরসিটিসি অ্যাকাউন্ট খুলেছেন তাঁরা টিকিট বিক্রির প্রথম ১০ মিনিটের মধ্যেই বুকিংয়ের অগ্রাধিকার পাবেন।
তৎকাল টিকিটের কালোবাজারিতে ভাটা, বিরাট বড় পদক্ষেপ ভারতীয় রেলের
Indian Railways To Use E-Aadhaar for Tatkal Ticket Bookings, Says Ashwini Vaishnaw#IndianRailways #TatkalTicket #AshwiniVaishnaw @AshwiniVaishnaw
— LatestLY (@latestly) June 4, 2025
Read: https://t.co/VuxlMm5nAY
— LatestLY (@latestly) June 4, 2025